আজকাল ওয়েবডেস্ক: কেরলের নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে ‘কেরলম’। কেরল বিধানসভায় এই প্রস্তাব পাস হয়ে গেল। প্রায় এক বছর আগেই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়ে গিয়েছিল। তার পরই কেন্দ্রীয় সরকারকে সংবিধান বদল করে কেরলের নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার ফের এই প্রস্তাব পাস হল। এই প্রস্তাবে সামান্য সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যে সংশোধন করতে বলেছিল, সেই সংশোধনই করা হল। প্রসঙ্গত, মালয়ালম ভাষায় রাজ্যের নাম ‘কেরলম’-ই। কিন্তু, অন্যান্য ভাষায় ‘কেরল’ বা ‘কেরালা’ বলে ডাকা হয় ‘ঈশ্বরের আপন দেশ’কে। নতুন প্রস্তাব অনুযায়ী সব ভাষাতেই রাজ্যটিকে ‘কেরলম’ বলে ডাকতে হবে।
