আজকাল ওয়েবডেস্ক: বিহার নিয়ে অশ্লীল মন্তব্য কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকার। নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিও।এমনকি তাঁকে বরখাস্ত করল খোদ কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন। কী এমন বললেন শিক্ষিকা? যে তাঁকে চাকরি হারাতে হল। জেনে নিন গোটা ঘটনা...
সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় এক শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে জোর চৰ্চা শুরু হয়েছে। যেখানে দীপালি নামে ওই শিক্ষিকা বিহারীদের নিয়ে কুমন্তব্য করেছেন। বিহারের জেহনাবাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে সদ্য শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু বিহারে পোস্টিং তাঁর পছন্দ হয় নি। এরপর তিনি বিহার নিয়ে অশ্লীল মন্তব্য করে নেটমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন।
ভিডিওটিতে চরম অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, 'ভারতবর্ষের নানা প্রান্তে কেন্দ্রীয় বিদ্যালয়ের শাখা রয়েছে। তাঁরা আমায় যে কোনও শাখায় পোস্ট করতে পারত। কেন্দ্রীয় বিদ্যালয়ের কলকাতার শাখাকে অনেকেই পছন্দ করেন না। আমি সেখানে যেতেও প্রস্তুত ছিলাম। আমার বন্ধুদের শীলচর, দার্জিলিং, বেঙ্গালুরুর মতো জায়গায়তে পোস্টিং করা হয়েছে। শুধুমাত্র আমারই দুর্ভাগ্য। এই কথাগুলো বলার সময় তিনি অশ্লীল ভাষার প্রয়োগ করেছেন। তাতেই নেটিজন-সহ জনশক্তি পার্টির বিধায়ক শাম্ভবী চৌধুরি চটে লাল হয়ে গিয়েছেন।
জানা গিয়েছে, বিধায়কের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া শিক্ষিকা তাঁর প্রথম ভিডিওতে আরও বলেন, তিনি ভারতবর্ষের যে কোনও জায়গায় হিমাচল থেকে দুর্গম লাদাখে যেতেও প্রস্তুত। শুধুমাত্র বিহার ছাড়া।
তিনি আরেকটি ভিডিওতে বলেন, বিহারের মানুষদের সাধারণ বোধ পর্যন্ত নেই। ভারত থেকে বিহারকে আলাদা করে দিলে দ্রুত দেশটি উন্নত হয়ে যাবে।
সূত্রের খবর '১৯৬৫ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলের ১০ নং ধারা অনুযায়ী প্রবেশনে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
