আজকাল ওয়েবডেস্ক: বদলা নিতেই কর্ণাটকের উচ্চপদস্থ আধিকারিককে খুন করা হয়েছে। অবশেষে সোমবার এক গাড়ি চালককে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে নিজের বাসভবনেই খুন হন কর্নাটকের খনি ও ভূতত্ত্ব দপ্তরের ডেপুটি ডিরেক্টর প্রতিমা কেএস। সেই রাতে বাড়ি ছিলেন না তাঁর স্বামী ও ছেলে। সেই সুযোগেই প্রতিমাকে খুন করা হয়।
সোমবার খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় কিরণ নামের গাড়ির চালককে। গত পাঁচ বছর ধরে সরকারি দপ্তরে গাড়ি চালক হিসেবে কাজ করছিল সে। দিন দশেক আগেই প্রতিমার নির্দেশে চুক্তি ভিত্তিক এই গাড়ি চালককে বরখাস্ত করা হয়। চাকরি থেকে বরখাস্ত হতেই বদলা নিতে খুনের পরিকল্পনা করে। খুনের পর ভিন রাজ্যে পালিয়েও যায়। সোমবার সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারির পর খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে কিরণ।