অনেকেই মনে করেন হাতের পাঁচটি আঙুলে যদি আংটি থাকে তাহলে সেখান থেকে সৌভাগ্য হতে পারে। এখানে রয়েছে বেশ কয়েকটি বৈজ্ঞানিক ভিত্তি।
2
9
হাতের বিভিন্ন আঙুলের সঙ্গে মানুষের নানা ধরণের শক্তি লুকিয়ে থাকে। এটা হয়তো অনেকেই জানেন না। তবে একটু হিসেব করলেই এটা মেনে চলা যায়।
3
9
আপনি যদি হাতের বুড়ো আঙুলে আংটি পরেন তাহলে সেটি আপনার চরিত্রের একটি বিশেষ দিক নির্দেশ করে। মনে করা হয় যারা ব্যবসায়ী তারা হাতের বাম হাতের বুড়ো আঙুলে আংটি পরেন।
4
9
আজকের দিনে ফ্যাশন দেখাতে গিয়ে অনেকেই বাম হাতের বুড়ো আঙুলে আংটি পরেন। তবে তারা নিজেও জানেন না এর কার্যকারিতা।
5
9
যাদের বাম হাতের বুড়ো আঙুলে আংটি থাকে তারা একেবারো সোজাসাপটা হয়ে থাকে। ফলে তারা যদি ব্যবসা করে তাহলেই লাভ বেশি হবে।
6
9
নিজেকে সকলের থেকে আলাদা প্রমাণ করার জন্য বাম হাতের বুড়ো আঙুলে আংটি থাকে। এরা অন্যদের কাছে একটু অপ্রিয় হিসেবেই থাকে।
7
9
যদিও অনেকে মনে করেন বাম হাতের বুড়ো আঙুলে যদি আংটি থাকে তাহলে সেটি ক্ষতিকর। তবে সেটি সবার ক্ষেত্রে খাটে না।
8
9
আসলে বাম হাতের কাজ বেশি হয় না। মানষ ডান হাতেই বেশি কাজ করে। সেখানে যদি বাম হাতের আঙুল আংটি থাকে তাহলে সেটি আপনাকে করতে পারে শক্তিশালী।
9
9
মানুষের হাতের প্রতিটি আঙুলই নিজের কাজ করে। সেখানে বাম হাতের বুড়ো আঙুল আপনাকে অতিরিক্ত ভাগ্যের সহায়তা দিতেই হবে।