আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত এক রহস্যময় ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের সাকলেশপুর এলাকার হাজিগে গ্রাম। চাঞ্চল্যকর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। জানা গিয়েছে, কোনও এক অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে গ্রামের ১২টি মুরগির। অদ্ভুত বিষয় হল, মৃত্যুর পর মুরগিগুলির মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, মৃত মুরগি গুলি মাটিতে পড়ে রয়েছে। সেগুলির মৃতদেহ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভিডিওটিতে আরও দেখা যায়, একজন ব্যক্তি একটি মৃত মুরগির দেহ চেপে ধরে আছেন। চেপে ধরার ফলে মুরগির মুখ থেকে আগুন বেরোচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৭ লক্ষ মানুষ দেখেছেন। তবে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

 

জানা গিয়েছে, মৃত মুরগিগুলি রবি নামের এক স্থানীয় বাসিন্দার। তবে বিশেষজ্ঞদের ধারণা, মুরগিগুলির দেহে উপস্থিত গ্যাস বা কোনও অজানা রাসায়নিকের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিশেষ করে, পেটের অংশে চাপ দিলে কোনও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন নির্গত হতে পারে। তবে ভিডিওতে নেটিজেনরা অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তাঁদের মতে, এই ভিডিও কোনওভাবেই সত্যি হতে পারে না।  অনেকের মতে, কোনও বিশেষ রাসায়নিক মুরগিগুলির খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল। যা খেয়েই মৃত্যু তো হয়েছেই আবারও এই অস্বাভাবিক ঘটনাও ঘটেছে। তবে, স্থানীয় বাসিন্দা রবি মুরগিগুলির মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। অলৌকিক এই ঘটনা সম্পর্কে আরও তথ্যের জন্য তদন্ত চলছে।