আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে উচ্ছেদ অভিযানে ২০০টিরও বেশি বাড়ি ভেঙে ফেলায় কর্ণাটক সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই অভিযানের ফলে শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যাদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। চলতি সপ্তাহের শুরুতে হওয়া এই উচ্ছেদ অভিযানের ফলে ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরলের বামফ্রন্টের মধ্যে তীব্র তরজার সৃষ্টি হয়েছে। সিপিআইএম কংগ্রেসের বিরুদ্ধে ‘বুলডোজার রাজ’-কে প্রয়োগের অভিযোগ এনেছে।
গত ২২ ডিসেম্বর ভোর ৪টায় কোগিলু গ্রামের ফকির কলোনি এবং ওয়াসিম লেআউটে উচ্ছেদ অভিযানের ফলে প্রায় ৪০০ পরিবার গৃহহীন হয়ে পড়ে। এমন এক সময়ে এই উচ্ছেদ যখন শহরটিতে বিগত কয়েক বছরের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহে কাবু। বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড (বিএসডব্লিউএমএল) দ্বারা পরিচালিত এই অভিযানে ৪টি জেসিবি ব্যবহার করা হয়েছিল। ১৫০ জনেরও বেশি পুলিশকর্মী উপস্থিত ছিলেন নিরাপত্তায়।
কর্নাটক সরকার দাবি করেছে, উর্দু সরকারি স্কুলের পাশের একটি লেকের কাছে সরকারি জমিতে বাড়িগুলি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। বাসিন্দারা দাবি করেছেন, তাঁরা কোনও নোটিশ পাননি এবং পুলিশ জোর করে তাঁদের উচ্ছেদ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা ২৫ বছর ধরে ওই এলাকায় বাস করছিলেন এবং তাঁদের বৈধ আধার কার্ড ও ভোটার কার্ড ছিল। উচ্ছেদ হওয়া বেশিরভাগই অভিবাসী এবং শ্রমিক হিসেবে কাজ করেন।
এই বিষয়টি কংগ্রেস সরকারের জন্য একটি বড় সঙ্কট তৈরি করেছে। উচ্ছেদ হওয়া বাসিন্দারা সপ্তাহজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীদের একটি অংশ রাজস্ব মন্ত্রী কৃষ্ণ বাইরে গৌড়ার বাড়ির কাছেও বিক্ষোভ করেছে। দলিত সংঘর্ষ সমিতি-সহ বেশ কয়েকটি সংগঠন এই বিক্ষোভে যোগ দিয়েছে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কংগ্রেসের ‘সংখ্যালঘুবিরোধী রাজনীতির’ তীব্র নিন্দা করেছেন। এক্স-এ একটি কড়া পোস্টে বিজয়ন লিখেছেন, “দুঃখজনকভাবে, সংঘ পরিবারের সংখ্যালঘুবিরোধী রাজনীতি এখন কর্ণাটকে একটি কংগ্রেস সরকারের অধীনে বাস্তবায়িত হচ্ছে। যখন কোনও সরকার ভয় এবং পাশবিক শক্তি দিয়ে শাসন করে, তখন সাংবিধানিক মূল্যবোধ এবং মানবিক মর্যাদা প্রথম বলি হয়।”

সিপিআই(এম)-ও উচ্ছেদস্থলে একটি প্রতিনিধিদল পাঠায় এবং তাদের নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। এই বিক্ষোভকে সমন্বিত করার জন্য একটি উচ্ছেদবিরোধী কমিটিও গঠন করা হয়েছে।
সমালোচনার জবাবে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, বসতিটি একটি দখল হওয়া আবর্জনার স্তূপ ছিল এবং তিনি অভিযোগ করেন যে জমি মাফিয়ারা এটিকে বস্তিতে পরিণত করার চেষ্টা করছিল। তিনি বলেন, “আমরা মানুষকে নতুন জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছি। আমরা বুলডোজার ব্যবহার করছি না।”
