আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিবাদ। এই বিষয় নিয়ে সরকারি স্তরে কোনও পদক্ষেপ না করার অভিযোগ তুলে আত্মহত্যার পথ বেছে নিলেন এক কৃষক। ঘটনাটি কর্ণাটকের মান্ড্যা জেলার। জানা গিয়েছে মনজেগৌড়া নামের ওই কৃষক মঙ্গলবার মান্ড্যা জেলায় সরকারি অফিসের বাইরেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। বুধবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মনজেগৌড়ার এই চরম পদক্ষেপ দেখে উপস্থিত জনতা ও পুলিশকর্মীরা দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মনজেগৌড়া অভিযোগ করেছিলেন, তাঁর কৃষিজমিটি একটি বনাঞ্চলের পাশে। সেই কারণে রাজ্যের বন দপ্তর জমিটি নিজেদের বলে দাবি করছে। এর ফলে তিনি জমিটিতে চাষ করতে পারছিলেন না। আবার বন দপ্তর তাঁকে কোনও ক্ষতিপূরণও দিচ্ছিল না।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১৮ অক্টোবর মনজেগৌড়া এই বিষয়ে তহসিলদারের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন। সেখানে তিনি তাঁর অভিযোগের কথা জানান। পাশাপাশি, এলাকার তিন জন লোক তাঁকে নানাভাবে হেনস্থা করছে, সে কথাও উল্লেখ করেছিলেন তিনি।
এহেন অভিযোগের পরও সরকারের দিক থেকে কোনও সুরাহা না হওয়ায় হতাশ মনজেগৌড়া শেষমেশ জেলা প্রশাসন অফিসের সামনেই নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হন। এই মর্মান্তিক ঘটনার পর মান্ড্যার ডেপুটি কমিশনার বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
কর্নাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে তিনি তাঁর দপ্তরের আধিকারিকদের কাছ থেকে তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
