আজকাল ওয়েবডেস্ক: প্রশান্ত কিশোর এবং চন্দ্রবাবু নাইডু, দেশের রাজনীতিতে এই দুই নাম বহুল চর্চিত। স্বাভাবিক ভাবেই দুজনের সাক্ষাতে জল্পনা রাজনৈতিক মহলে। আর সেসব জল্পনায় একপ্রকার জল ঢেলে প্রশান্ত কিশোর জানালেন, কেবল সৌজন্য সাক্ষাৎ। অন্ধ্রপ্রদেশ বিধানসভার আগে হাতে সময় আর কয়েকমাস। ঠিক তার আগেই সাক্ষাৎ তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং প্রশান্ত কিশোরের। শনিবার দুজনের সাক্ষাতের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা। এর আগে বহু রাজনৈতিক দলই কিশোরের দেখানো রুটম্যাপ, নির্বাচনী কৌশন অনুসারে হেঁটে জয় ছিনিয়ে এনেছে। সূত্রের খবর, শনিবার নাইডুর ছেলের সঙ্গেও কিশোরকে দেখা গিয়েছে বিমানবন্দরে। তবে কিশোর জানিয়েছেন, "চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তাঁর সাক্ষাৎ কেবল একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি একজন বর্ষীয়ান নেতা। তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমি এসেছি।"
