আজকাল ওয়েবডেস্ক: থানা চত্বরে উর্দিতে নাচ। সেই ভিডিও আবার সমাজমাধ্যমে আপলোড! ঝাড়খণ্ডের এক পুলিশ আধিকারিকের এই কাণ্ড এখন নেটপাড়ায় বিতর্কের তুঙ্গে। বিনোদনের নেশায় পেশাদারী দায়বদ্ধতাকে ভুলে যাওয়ার মাশুলও গুণতে হল তাঁকে। প্রজাতন্ত্র দিবসের দিন সস্ত্রীক রিল বানিয়ে শেষমেশ নিজের পদ হারালেন পলামু জেলার হুসেনাবাদ থানার ইনস্পেক্টর সোনু চৌধুরী।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, থানার ভেতরেই সোনু চৌধুরী তাঁর স্ত্রীর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছেন। পরনে পুলিশের পোশাক। এমনকী নাচের মাঝেই নিজের সরকারি টুপিটি স্ত্রীর মাথায় পরিয়ে দেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। কেউ বিদ্রুপ করে লিখেছেন, "চাকরি তো গেল, এবার বাড়িতে বসে মন দিয়ে রিল বানান।" কেউ আবার সরাসরি প্রশ্ন তুলেছেন পুলিশের কর্তব্য নিয়ে।
প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে মোটেও হালকাভাবে নেওয়া হয়নি। পলামুর পুলিশ সুপার রেশমা রামেশন জানিয়েছেন, সোনু চৌধুরীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় চন্দন কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পালামৌ রেঞ্জের ডিআইজি কিশোর কৌশল এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের শীর্ষ মহলের স্পষ্ট বার্তা- উর্দিতে এ ধরনের আচরণ চরম বিশৃঙ্খলা। এটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
সোনু চৌধুরী ২০১২ ব্যাচের কর্মী ছিলেন। চলতি বছরেই পদোন্নতি পেয়ে ইনস্পেক্টর হয়েছিলেন। যে হুসেনাবাদ থানায় তিনি কর্মরত ছিলেন, বিহার সীমান্ত লাগোয়া সেই এলাকাটি নকশাল তৎপরতার কারণে বরাবরই স্পর্শকাতর। এমন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বশীল পদে থেকে তাঁর এই আচরণে হতবাক অনেকেই।
অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। গত বছর চণ্ডীগড়েও এক পুলিশ কর্মীর স্ত্রীকে মাঝরাস্তায় জেব্রা ক্রসিংয়ের ওপর নাচতে দেখা গিয়েছিল। সেই ঘটনায় ট্রাফিক আইন ভাঙার দায়ে ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়।
