আজকাল ওয়েবডেস্ক: ঈর্ষাপরায়ণ হয়ে মানুষ কত নীচেই না নামতে পারে, হায়দরাবাদের ঘটনায় তা ফের একবার প্রামাণিত। কুড়ুল, ছুরি, কাস্তে, বন্দুক নিয়ে সদলবলে দাদার বাড়িতে ঢুকে গয়েনা, নগদ-সহ কোটি টাকা মূল্যের ডাকাতি করল খোদ ছোটভাই! অভিযুক্ত ইন্দজিৎ গোঁসাই-সহ ওই ডাকাত দলের মোট ১২ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

ইন্দ্রজিতের দাদা পেশায় সফল অলঙ্কার ব্য়বসায়ী। সম্পত্তি-ও বিশাল। কিন্তু, ছোট ভাই ইন্দ্রজিৎ গোঁসাই-ও অলঙ্কার ব্যবসার সঙ্গেই যুক্ত। কিন্তু, অযথা খরচের অভ্যাসের কারণে ব্যবসায় সে লাভের মুখ দেখেন না। ব্যবসা প্রায় ডুবন্ত। যা থেকেই দাদার প্রতি ঈর্ষা ক্রমেই বাড়তে থাকে। এরপরই দাদার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ইন্দ্রজিৎ।

যেমন ভাবনা, তেমন কাজ। ডাকাতির কাজে তিনি ১১ দনকে জুটিয়েও ফেলেন। এরপরই অস্ত্র-সহ হাজির হন হায়দরাবাদের ডোমালগুদায় নিজের দাদার বাড়িতে। সদলবলে ছোটভাই ইন্দ্রজিৎ গোঁসাই কুড়ুল, ছুরি, কাস্তে, বন্দুক হাতে তছনছ করে দাদার বাড়ি। অস্ত্র দেখে তখন বাকশক্তি হারানোর জোগাড় দাদা ও তাঁর পরিবারের। বাড়িতে রাখে প্রায় কোটি টাকার সোনা, রুপো, তামার গয়েনা-সহ নানা সরঞ্জাম হাতায় ডাকাতরা। এরপর নগদ ২.৯ লক্ষ টাকা নিয়ে ওই ১২ জন একটি এসইউভি গাড়িতে চম্পট দেয়। 

ভাইয়ের এই কাণ্ড দেখে পুলিশে খবর দেন ইন্দ্রজিতের দাদা। তদন্তে নামে পুলিশ। এরপর সেন্ট্রাল জোন টাস্কফোর্স ও ডোমালগুদা পুলিশ, বাংলা থেকে অভিযুক্ত ইন্দ্রজিৎ গোঁসাই-সহ ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ১.২০ কোটি টাকা মূল্যের সোনা ও রূপোর অলঙ্কার, পিতলের সামগ্রী, নগদ টাকা এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয় কুড়ুল, কাস্তে এবং ছুরি।