আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকেই নজর ছিল। এই অভিযানে ইসরো সফল হলে, আরও একধাপ এগিয়ে যেত ভারত। ইওএস-০৯ স্যাটেলাইট প্রতিস্থাপন সফল হলে, আগামী পাঁচ বছর মহাকাশ থেকে তা উচ্চ রেজিলিউশনের ছবি পাঠাতে পারত। উৎক্ষেপণ হয়েছিল সফলভাবেই। দুটি ধাপও পেরিয়ে যায়। গোলযোগ দেখা যায় তৃতীয় ধাপে গিয়ে। পরিস্থিতি বুঝে বাতিল করা হয় অভিযান।
রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস-০৯ উৎক্ষেপণ করা হয়। এটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C61)-এ উৎক্ষেপণ করা হয়। গত কয়েকবছর ধরেই এই রকেটের মাধ্যমে একাধিক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ইসরো। এই রকেট ব্যবহার করে এটি ৬৩তম উৎক্ষেপণ অভিযান ছিল ইসরোর। তবে এবার, সম্পন্ন হল না।
Today 101st launch was attempted, PSLV-C61 performance was normal till 2nd stage. Due to an observation in 3rd stage, the mission could not be accomplished.
— ISRO (@isro)Tweet by @isro
১৬৯৬ কেজির এই কৃত্রিম উপগ্রহটিকে সান-সিংক্রোনাস পোলার অরবিটে নামানোর পরিকল্পনা ছিল। এটির লক্ষ্য ছিল মহাকাশ থেকে ছবি পাঠানো। দিন হোক কিংবা রাত, যে কোনও আবহাওয়ায় পৃথিবী পৃষ্ঠের স্পষ্ট ছবি তুলতে পারত এই স্যাটেলাইট।
এতে দেশের প্রতিরক্ষায় এক বড় দিক খুলে যেত, তেমনই কাজে লাগত জলবায়ু পরিবর্তন-সহ একাধিক বিষয়ের উপর নজরদারি চালানোয়। অভিযান ব্যর্থ হওয়ার পর, ইসরো বিবৃতি দিয়ে জানিয়েছে দ্বিতীয় ধাপ পর্যন্ত সব ঠিক ছিল। তৃতীয় ধাপে গিয়ে গোলযোগ ধরা পড়ায়, এই অভিযান সম্পন্ন করা যায়নি।
