আজকাল ওয়েবডেস্ক: ইসরো আগেই জানিয়েছে, অদূর ভবিষ্যতে মহাকাশে নিজেদের আন্তর্জাতিক স্পেস স্টেশন বানাতে চায় ভারত। লক্ষ্য এখন সেটাই। আর ঠিক তার জন্যই এগিয়ে চলেছে একের পর এক বিষয়ে। এখন লক্ষ্য 'স্পেস ডকিং'। গত বছরের শেষেই শুরু হয়েছে এই কাজ।
শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ৩০ ডিসেম্বর স্পেস ডকিং-এর জন্য পিএসএলভি-সি৬০-এর উৎক্ষেপণ করা হয়। ওই রকেটে ছিল স্পেডেক্স ১ এবং ২। সেই প্রক্রিয়াই চলছে। রবিবার ইসরো জানাল, এই দুই কৃত্রিম উপগ্রহই মহাকাশে এগিয়েছিল একে অপরের দিকে তিন মিটার পর্যন্ত। ফের পিছিয়ে আনা হয়েছে তাদের। পরিস্থিতি বিচারে এবং বিশ্লেষণে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসরো।
কী এই স্পেস ডকিং? কী বা কাজ এই দুই কৃত্রিম উপগ্রহের? এই দুই কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ স্পেডেক্স ১ এবং ২, একই জায়গা থেকে, সমগতিবেগে, সমদূরত্ব অতিক্রম করার পর, মহাকাশে একই জায়গায়, এক বিন্দুতে মিলিত হবে। এই প্রক্রিয়াই মূলত স্পেস ডকিং। মহাকাশে নিজেদের আন্তর্জাতিক আন্তর্জাতিক স্পেস স্টেশন স্থাপনের আগে, এই স্পেস ডকিং সফলভাবে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সেটাই লক্ষ্য ইসরোর।
স্পেস ডকিং-এর আপডেট হিসেবে ইসরোর পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, দুটি ভারতীয় উপগ্রহ স্পেস ডকিংয়ের পরীক্ষামূলক প্রচেষ্টায় তিন মিটারের কাছাকাছি এসেছিল এবং পুনরায় সেগুলি ফিরে যাচ্ছে একে অন্যের থেকে। ভারতীয় মহাকাশ সংস্থা আরও জানিয়েছে, স্যাটেলাইটগুলির সেই সময়ের প্রতি সেকেন্ডের গতিবেগ সম্পর্কেও। এর আগে সিদ্ধান্ত নেওয়ার পরেও দু’ বার স্পেস ডকিং-এর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
