আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েলের যুদ্ধআবহ। টানা সাতদিন যুদ্ধ চলছে দুই দেশের। পরিস্থিতি উন্নতির বদলে অবনতি দিনে দিনে, চিন্তা বাড়াচ্ছে মধ্য প্রাচ্যের দেশগুলিতে। এই পরিস্থিতিতে সামনে এসেছে অবাক করা তথ্য।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের তথ্য, তেহরানের শীর্ষ ধর্মীয় নেতার শিকড় একই ভারতের এক দেশের। আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খোমেনি, ইরানে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন এবং ১৯৭৯ সালে প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত হন। তাঁর  ঠাকুরদা সৈয়দ আহমেদ মুসাভি হিন্দি ১৯ শতকের গোড়ার দিকে উত্তরপ্রদেশের বারাবানকির কাছে কিনটুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তথ্য, পরে তিনি ইরাকের নাজাফে চলে যান এবং ১৮৩৪ সাল নাগাদ তিনি ইরানের খোমেইন শহরে বসবাস শুরু করেন। নতুন শহর থেকেই শুরু হয় তাঁর এবং তাঁর পরিবারের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার সন্ধান শুরু হয়। মুসাভি তার 'হিন্দি' উপাধি ধরে রাখেন যা ইরানি রেকর্ডেও স্পষ্ট এবং ওই তথ্যই তাঁর পূর্বপুরুষের সাক্ষ্য বহন করে ইতিহাসের পাতায়।


ইরানের ইসলামী বিপ্লবের নেতা ছিলেন ইয়াতোল্লাহ খোমেনি। তিনি ১৯৭৯ সালে পশ্চিমা-পন্থী ইরানের প্রাক্তন শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে সে দেশে  ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনিই ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হন। ১৯৮৯ সালে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর পর, ইরানের সর্বোচ্চ নেতার পদে বসেন আয়াতোল্লা আলি খামেনেই। এখনও তিনি সেই পদেই রয়েছেন। 

সর্বোচ্চ নেতা হওয়ার পরেও খোমেনির বেশকিছু গুণ নিয়ে এখনও আলোচনা হয় ইরানের নানা জায়গায়। ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় পদে উন্নীত হওয়ার পরেও তেহরানের একটি সাধারণ একতলা বাড়িতে থাকতেন তিনি। পাহলভির বাড়ির সম্পূর্ণ বিপরীতে, আজও তার বাড়িতে কোনও জাঁকজমক নেই।