আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে পানীয় জল খেয়েই মৃত্যুমিছিল। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরে বিষাক্ত পানীয় জল খেয়ে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও এক হাজারের বেশি বাসিন্দা। যে তথ্য প্রকাশ্যে আসতেই বিজেপির নেতারাও নড়েচড়ে বসেছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় বিষাক্ত পানীয় জল খেয়ে নিজের রাজ্যের বাসিন্দাদের প্রাণহানির ঘটনাটি প্রথমে এড়িয়ে যান। গতকাল এ বিষয়ে বিজেপি মন্ত্রীকে প্রশ্ন করা হলে, এক সাংবাদিককে কটুক্তিও করেন। পরে যদিও বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। 

বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়র এহেন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এই পরিস্থিতিতেই চাপের মুখে বিষাক্ত পানীয় জল খেয়ে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ, অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবার পিছু দু'লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইন্দোরের ভাগীরথপুরায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও এক হাজার ১০০ জন। অনেকেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শতাধিক রোগী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধুমাত্র গতকাল বুধবার ৬০ জন নতুন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, 'আমরা সকল অসুস্থ বাসিন্দাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। পাঁচটি অ্যাম্বুল্যান্স রয়েছে ওই গ্রামে‌। গতকাল থেকে হাসপাতালে রোগীদের ভর্তির হার কমেছে। অসুস্থদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। যাঁদের শারীরিক অবস্থা গুরুতর, তাঁদের শুধুমাত্র হাসপাতালে ভর্তি করা হচ্ছে।' 

বিজেপি মন্ত্রী আরও জানিয়েছেন, অরবিন্দ হাসপাতালে ১০০ শয্যা ও মেওয়াই হাসপাতালে শতাধিক শয্যার ওয়ার্ড তৈরি করা হয়েছে। নতুন করে ৫০টি নতুন জলের ট্যাঙ্ক বসানো হয়েছে। বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে ক্লোরিন পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি আগামী দু'দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলেই জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের কটুক্তির পরেই এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। তিনি লিখেছেন, 'গত দু'দিন ধরে আমি ও আমার টিম নির্ঘুম রাত কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিষাক্ত পানীয় জল খেয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এমন শোকের আবহে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ভুলবশত উত্তর দিয়েছি। তার জন্য দুঃখপ্রকাশ করছি। যতক্ষণ না সকলে সুস্থ ও নিরাপদে থাকছেন, আমি চুপ করে বসে থাকব না।'