আজকাল ওয়েবডেস্ক: টানা চার দিন ধরে চলা ইন্ডিগোর বিমান বিশৃঙ্খলায় জেরবার অবস্থা যাত্রীদের। তবে পৌষমাস অন্যান্য বিমান সংস্থাগুলির। মওকা বুঝে বিভিন্ন রুটে অস্বাভাবিক হারে বেড়েছে বিমানের টিকিটের দাম। নাভিশ্বাস অবস্থা যাত্রীদের। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, নির্ধারিত নিয়মের বাইরে বিমানের টিকিটের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, 'চলমান বিপর্যয়ের সময় নির্দিষ্ট কিছু বিমান সংস্থা অস্বাভাবিকভাবে বেশি ভাড়া আদায়ের বিষয়ে উদ্বেগের বিষয়টি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গুরুত্ব সহকারে নিয়েছে... সমস্ত বিমান সংস্থাকে এখন নির্ধারিত ভাড়ার সীমা কঠোরভাবে মেনে চলার জন্য একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও রকমের সুবিধাবাদী মূল্য নির্ধারণ মেনে নেওয়া হবে না।"  সরকার জানিয়েছে যে, মূল্য নির্ধারণের শৃঙ্খলা বজায় রাখা এবং শোষণ রোধ করার জন্য এই পদক্ষেপ অপরিহার্য।

সঙ্কট পঞ্চম দিনে পৌঁছেছে এবং প্রধান বিমানবন্দরগুলিতে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এই অবস্থায় হাজার হাজার যাত্রী, যার মধ্যে বয়স্ক নাগরিক, শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য যাত্রীরাও টিকিট বাতিলের পর আসন নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন। সরকার জানিয়েছে যে, চরম বিশৃঙ্খলার মধ্যে মূল্য নির্ধারণের শৃঙ্খলা বজায় রাখা এবং শোষণ রোধ করার জন্য কঠোর পদক্ষেপ ও নজরদারি অপরিহার্য। 

মন্ত্রকের এক আধিকারিক বলেছেন যে, ভাড়ার স্তর এখন রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হবে, বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্ম উভয়ই তদন্তের আওতায় থাকবে। মন্ত্রক সতর্ক করে দিয়েছে যে, "নির্ধারিত নিয়ম থেকে যেকোনও বিচ্যুতি তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবে।" 

শনিবার সকাল থেকে ভারতের দুই ব্যস্ততম বিমানবন্দর মুম্বইয়ে সর্বোচ্চ ১০৯টি এবং দিল্লিতে ৮৬টি বিমান বাতিল করা হয়েছে। অন্যান্য বিমানবন্দরেও এর প্রভাব অনুভূত হয়েছে। হায়দ্রাবাদে ৬৯টি, বেঙ্গালুরুতে ৫০টি, পুনেতে ৪২টি এবং চেন্নাইতে প্রায় ৩০টি বাতিল করা হয়েছে। আমেদাবাদে ১৯টি বাতিলের খবর পাওয়া গিয়েছে।

ইন্ডিগো সংস্থা, সাধারণত দিনে প্রায় ২,৩০০টি ফ্লাইট পরিচালনা করে। তবে পাইলট সংকট এবং পরিকল্পনার ত্রুটির কারণে বিমান চলাচল এখন বিপর্যস্ত।  তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, ১৫ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।