আজকাল ওয়েবডেস্ক: ফেসটাইম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের জগতে পুরনো হয়ে গিয়েছে চিঠি লেখার মত যোগাযোগ মাধ্যম। নতুন বছরের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে খোঁজ খবর নেওয়া, সবই এখন হয়ে যাচ্ছে মুঠোফোনের মাধ্যমেই। তবে এই ডিজিটাল যুগেও চিঠি লেখার আকর্ষণকে বাঁচিয়ে রাখার জন্য নিজের কন্যাকে দিয়ে চিঠি লিখিয়ে পোস্ট করালেন এক মহিলা।
তাঁর কন্যা বর্তমান যুগের অর্থাৎ বলা চলে জেনারেশন আলফাতে বড় হয়ে ওঠা। তাঁকে দিয়ে চিঠি লিখিয়ে কীভাবে তা পোস্ট করতে হয় এবং এর গুরুত্ব কী তার একটা ছোট্ট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই পোস্টে মহিলা জানিয়েছেন, আমি আমার কন্যাকে দিয়ে ওর দাদুকে একটা চিঠি লিখিয়েছি। যোগাযোগের ঐতিহ্যগত পদ্ধতির অভিজ্ঞতা দিতেই এটা করা, যা কিনা একসময় চিঠি দিয়েই শুরু হয়েছিল।
মহিলা নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, 'আমার মনে হয়েছিল আমি নব্বইয়ের দশকে টাইম-ট্রাভেল করছি। আমরা পাঁচ টাকার দুটি স্ট্যাম্প কিনে খামে আটকে দিয়েছি'। নাতনির চিঠি পেয়ে দাদুর প্রতিক্রিয়াও দেখানো হয়েছে ওই ভিডিওতে। মিষ্টি ওই চিঠির জন্য তিনি তাঁর নাতনিকে ধন্যবাদ জানিয়েছেন।
