আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে ব্যাহত হতে চলেছে দূরপাল্লার রেল পরিষেবা। ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত সমস্যা ও ট্রেন চলাচলে অতিরিক্ত দেরির সম্ভাবনার কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই প্রেক্ষিতে পূর্ব-মধ্য রেলওয়ে (ECR) জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ২৪ জোড়া ট্রেন অর্থাৎ ৪৮টি ট্রেন পরিষেবা বাতিল রাখা হবে।
রেল সূত্রে খবর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিকে ‘হাই ফগ জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময়ে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে নিরাপদ ট্রেন পরিচালনা কঠিন হয়ে পড়ে। ফলে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাত্রীদের বিকল্প ট্রেন খুঁজে নিয়ে আগেভাগেই যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ডিব্রুগড়–চণ্ডীগড় এক্সপ্রেস, কামাখ্যা–আনন্দ বিহার এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের ট্রেন এই তালিকায় রয়েছে। ধাপে ধাপে বিভিন্ন রুটে এই বাতিল কার্যকর করা হবে।
কুয়াশার কারণে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা-
• ১৮১০৩ টাটা–অমৃতসর এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল
• ১৮১০৪ অমৃতসর–টাটা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
• ১২৮৭৩ হাতিয়া–আনন্দ বিহার এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬
• ১২৮৭৪ আনন্দ বিহার–হাতিয়া এক্সপ্রেস: ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
• ২২৮৫৭ সাঁতরাগাছি–আনন্দ বিহার এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ মার্চ ২০২৬
• ২২৮৫৮ আনন্দ বিহার–সাঁতরাগাছি এক্সপ্রেস: ২ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৬
• ১৪৬১৭ পূর্ণিয়া কোর্ট–অমৃতসর জনসেবা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ২ মার্চ ২০২৬
• ১৪৬১৮ অমৃতসর–পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬
• ১৫৯০৩ ডিব্রুগড়–চণ্ডীগড় এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
• ১৫৯০৪ চণ্ডীগড়–ডিব্রুগড় এক্সপ্রেস: ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬
• ১৫৬২০ কামাখ্যা–গয়া এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬
• ১৫৬১৯ গয়া–কামাখ্যা এক্সপ্রেস: ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬
• ১৫৬২১ কামাখ্যা–আনন্দ বিহার এক্সপ্রেস: ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬
• ১৫৬২২ আনন্দ বিহার–কামাখ্যা এক্সপ্রেস: ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
• ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি–কলকাতা এক্সপ্রেস: ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
• ২২১৯৭ কলকাতা–বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এক্সপ্রেস: ৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬
• ১২৩২৭ হাওড়া–দেরাদুন উপাসনা এক্সপ্রেস: ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
• ১২৩২৮ দেরাদুন–হাওড়া উপাসনা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬
• ১৪০০৩ মালদা টাউন–নয়াদিল্লি এক্সপ্রেস: ৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬
• ১৪০০৪ নয়াদিল্লি–মালদা টাউন এক্সপ্রেস: ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬
• ১৪৫২৩ বরৌনি–আম্বালা হরিহর এক্সপ্রেস: ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬
• ১৪৫২৪ আম্বালা–বরৌনি হরিহর এক্সপ্রেস: ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬
• ১৪১১২ প্রয়াগরাজ জংশন–মুজফফরপুর এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬
• ১৪১১১ মুজফফরপুর–প্রয়াগরাজ জংশন এক্সপ্রেস: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি বা অবনতির উপর নির্ভর করে এই সিদ্ধান্তে পরিবর্তনও হতে পারে। যাত্রার আগে আইআরসিটিসি (IRCTC) ও জাতীয় রেল অনুসন্ধান অ্যাপ বা রেল হেল্পলাইনের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
