আজকাল ওয়েবডেস্ক: খোলা আকাশ নয়, একেবারে স্টেশন চত্বরের ভিতরের অংশ। সেখানেই উড়ছে ড্রোন। নাগাড়ে জল ছুঁড়ছে ট্রেনের দিকে। সোশ্যাল মিডিয়ায় রয়েছে ভিডিও। ঘটনা অবাক করা হলেও, নেপথ্যে রয়েছে বড় কারণ।

কী সেই কারণ? জানা গিয়েছে, ট্রেনের যেসব অংশে কর্মীরা পৌঁছে যেতে পারেন না, কিংবা অসুবিধে হয় সাফাইয়ে, সেওসব জায়গা এবার পরিষ্কার হবে ড্রোনের সাহায্যে। 

ভারতীয় রেলওয়ে দেশজুড়ে ট্রেনের কোচ এবং স্টেশন প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য ড্রোন ব্যবহার করে একটি ভবিষ্যতবাদী পদক্ষেপ গ্রহণ করছে। এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছিলই দীর্ঘদিন ধরেই। এপ্রিল মাসে কামাখ্যা রেলওয়ে স্টেশনে বাস্তবায়িত করা হয় এই পরিকল্পনা। সেখানে ট্রেন এবং প্ল্যাটফর্মের এমন জায়গাগুলি পরিষ্কার করার জন্য ড্রোনগুলি মোতায়েন করা হয়েছিল যেখানে পৌঁছানো সহজ নয়। এপ্রিল মাসে এই উদ্যোগ বাস্তবায়িত করার পরে, রেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তা জানানো হয়েছিল।

?ref_src=twsrc%5Etfw">April 26, 2025

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বর, ট্রেন পরিষ্কার করে থাকেন রেলের কর্মীরা। তবে অনেকক্ষেত্রেই তাতে নানা ধরণের সমস্যা দেখা যায়। অনেক জায়গায় পৌঁছে পরিষ্কার করতে সমস্যা থাকে। সেদিক থেকে ড্রোনের ব্যবহার সেই কাজ অনেকটাই সহজ করে দিচ্ছে। 

একই সঙ্গে উল্লেখ্য, ভারতীয় রেল গত কয়েক বছর ধরে বিভিন্ন উপায়ে ড্রোন ব্যবহার করে আসছে। রেলওয়ে অবকাঠামোর সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত রিয়েল-টাইম ইনপুট পেতে ২০১৮ সালে তারা ড্রোন চালু করে। ২০২০ সালে, মন্ত্রণালয় 'নিনজা আনম্যানড এরিয়াল ভেহিকেলস' তৈরি করে, যা রিয়েল-টাইম ট্র্যাকিং, ভিডিও স্ট্রিমিং এবং স্বয়ংক্রিয় ফেইলসেফ মোডের মাধ্যমে পর্যবেক্ষণকে উন্নত করে।