আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের সুরাটে অনন্য এবং অবিশ্বাস্য এক ঘটনা প্রকাশ্যে এসেছে। বিয়ের মাত্র এক মাস আগে পাত্রের বাবা এবং কনের মা একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় স্থগিত হল তরুণ যুগলের নির্ধারিত বিয়ে। ৪৮ বছর বয়সী এক ব্যবসায়ী এবং ৪৬ বছর বয়সী এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিমধ্যেই দুই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রের দাবি, এই দুই ব্যক্তি বহু বছর আগেই একে অপরকে চিনতেন এবং তাঁদের মধ্যে অতীতে একটি সম্পর্কও ছিল। দীর্ঘদিন পর তাঁরা আবার যোগাযোগ করেন এবং সম্পর্কটি পুনরায় জেগে ওঠে বলেই সন্দেহ পরিবারের সদস্যদের।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, নিখোঁজ দুই ব্যক্তি — একজন কাটারগাম এলাকার টেক্সটাইল ব্যবসায়ী এবং অন্যজন নবসারি জেলার এক গৃহবধূ। জানা গেছে, তাঁরা ১০ জানুয়ারি তাঁদের বাড়ি থেকে নিখোঁজ হন। প্রথমে পরিবার ভেবেছিল তাঁরা কোথাও ব্যক্তিগত কাজে গেছেন, কিন্তু ১০ দিন পার হলেও কোনও যোগাযোগ না হওয়ায় উদ্বেগ বেড়ে যায়। এরপর দুই পরিবার পৃথকভাবে পুলিশের কাছে মিসিং কমপ্লেইন্ট দায়ের করে।

নিখোঁজ যুগলের পুত্র-কন্যার বিয়ে নির্ধারিত ছিল আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বিয়ের কেনাকাটা, নিমন্ত্রণপত্র বিতরণ থেকে অনুষ্ঠানস্থল বুকিং — সবই প্রায় সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ পরিস্থিতির পরিবর্তনে দুই পরিবারই এখন অস্বস্তিতে এবং লজ্জায় পড়েছে। বিয়ে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ না নিখোঁজদের সম্পর্কে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্র বলছে, বহু বছর আগে কাটারগাম এলাকায় পাশাপাশি থাকতেন এই দুই ব্যক্তি। সেই সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা নাকি সেই সময়ও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সমাজ ও পরিবারের চাপে সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে ওই মহিলাকে  এক ধনী হীরার ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হয়, আর পুরুষটি নিজের ব্যবসা এবং সংসারের দায়িত্ব নিতে শুরু করেন।
অনুমান, বহু বছর পর হয়তো তাঁরা আবার যোগাযোগে আসেন এবং অতীতের প্রেম আবার জেগে ওঠে।

সুরাট পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তির গতিবিধি ট্র্যাক করা হচ্ছে এবং তাঁদের শেষ মোবাইল ফোন লোকেশন যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার ঘটনা হিসেবে দেখা হলেও তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে “বয়সকে হার মানানো প্রেম” বলে মন্তব্য করছেন, কেউ আবার দুই পরিবারকে এভাবে বিপাকে ফেলার জন্য সমালোচনা করছেন।

এক প্রতিবেশীর বক্তব্য:  “বাচ্চাদের বিয়ের আগে এমন ঘটনা হওয়া খুবই বিব্রতকর। প্রেম করতে দোষ নেই, কিন্তু পরিবারের সম্মানও তো একটা ব্যাপার।” ঘটনার তদন্ত চলছে এবং নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান পাওয়ার পরে তবেই দুই পরিবারের পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানা গেছে। মানুষ এখন অপেক্ষায়—এটি কি এক অসমাপ্ত প্রেমের পুনর্জন্ম, নাকি পরিবার ভেঙে যাওয়ার এক বিতর্কিত অধ্যায়?