আজকাল ওয়েবডেস্ক : ভারত-কানাডার মধ্যে টানাপোড়েন চলছেই। খালিস্থানি নেতা হরদীপ সিং নিজ্জর সিং খুনের পিছনে ভারতের হাত রয়েছে। এমনটাই অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার ভার্মা নিজের ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, কোনও তদন্ত ছাড়াই ভারতের ওপর সমস্ত দায় ঠেলা হয়েছে। ভারতকে বিষয়টি নিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। তার অর্থ এই নয় যে ভারত দোষী। গোটা বিষয়টি যদি সঠিকভাবে দেখা হয় তবে হয়তো অন্যভাবে সামনে আসবে। জি ২০ সামিট থেকে ফেরার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেভাবে বিষয়টি নিয়ে ভারতকে আক্রমণ করেছেন তা অভিপ্রেত নয়। ভারত নিজ্জর সিং খুনের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। কানাডা সরকার এই ধরনের অভিযোগ করার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। ভারত ২২ নভেম্বর থেকে কানাডার জন্য ই ভিসা চালু করেছে। ফলে ভারতের চিন্তাভাবনা সকলের কাছে স্পষ্ট। এদিন ভারতীয় হাই কমিশনার আরও বলেন, যদি কানাডা মনে করে ভারত সমস্ত অভিযোগ মুখ বুজে সহ্য করবে তবে তারা ভুল ভাবছে। কানাডার প্রতিটি অভিযোগের উত্তর ভারতের কাছে আছে।
