আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের দুই দেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছি। পাশাপাশি, বিদেশমন্ত্রককে মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি’। উল্লেখ্য, শুক্রবার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার।

 

শুক্রবার সকালে অনুভূত কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭ এবং ৬.৪। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তীব্র কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বিশাল ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের কাছে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতায়।  আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের ১৬ কিমি দক্ষিণ পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিমি। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ৯০০ কিলোমিটার দূরে ব্যাংককে কম্পন অনুভূত হয়েছে।