আজকাল ওয়েবডেস্ক : ভারতের মহাকাশ অভিযানের অন্যতম টার্গেট এখন আদিত্য এল ওয়ান দিয়ে সূর্ষের কাছে যাওয়া। শনিবার ইসরো একটি ছবি শেয়ার করল। সেখানে দেখা যাচ্ছে সূর্যকে ঘিরে রেখেছে বায়ুর একটি স্তর। স্যাটেলাইটে ধরা পড়েছে এই ছবি। সৌরঝড় নিয়ে আমাদের সকলেরই আমাদের ধারণা রয়েছে। কিন্তু সূর্ষের চারিদিকে এই যে গরম বায়ুস্তর রয়েছে এর ছবি এই প্রথম সামনে এল। মূলত প্রোটন এবং আলফা কণা দিয়ে তৈরি হয়েছে এই বায়ুর স্তর। এমনটাই অনুমান করছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। সূর্যের পরিবেশ, তার তাপমাত্রা সম্পর্কে সমস্ত খবর সংগ্রহ করাই এখন প্রধান কাজ ইসরোর। আদিত্য এল ওয়ান সূর্যের কতটা কাছে যেতে পারবে তার হিসাব এখন থেকেই কষছেন বিজ্ঞানীরা। চন্দ্রযানের সফলতার পর ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করতে আগ্রহী নাসাও। আদিত্য এল ওয়ানকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে আগামীদিনে সূর্যের অনেক অজানা রহস্য বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হবে বলেই মনে করছে ইসরো।