আজকাল ওয়েবডেস্ক: ২১ মে, বুধবার। অস্ত্রবিরতি চললেও, ভারতের প্রতি ফের অমানবিকতার পরিচয় দিয়েছে পাকিস্তান। যেন ভারতকে বিপদে ফেলেই শান্তি তাদের। বুধবার প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আবহাওয়ায় দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে বিপর্যয়ের মুখে পড়ে ইন্ডিগোর ৬ই২১৪২ বিমান। বিমানটির ভিতরের বেশকিছু ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। তাতে দেখা যায় মাঝ আকাশে দুলছে বিমান, আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা।

বিমানটির একটি অংশ দুর্যোগের মুখে পড়ে ভেঙে গিয়েছে। ওই বিমানেই ছিলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভয়ানক অভিজ্ঞতার কথা। যদিও সফলভাবে শ্রীনগরে অবতরণ করেছিল ওই বিমানটি। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রবল দুর্যোগের মুখে পড়ে, ২০০ জনের বেশি যাত্রী নিয়ে ওই বিমান যখন মাঝ আকাশে পাকিস্তানের সাহায্য চেয়েছিল, অমানবিক পাক সরকার সাফ ‘না’ জানিয়ে দেয়। 

জানা গিয়েছে, ওই প্রবল দুর্যোগ পরিস্থিতিতে, ইন্ডিগোর বিমান যখন অমৃতসরের আকাশে, তখন টারব্যুল্যান্স এড়াতে পাকিস্তানি এয়ার স্পেসে ঢোকার অনুমতি চাওয়া হয়েছিল। বিমানের চালক যোগাযোগ করেছিলেন লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। কিন্তু পাকিস্তান সাফ না জানিয়ে দেয়।

ফলে, ২০০-এর বেশি যাত্রী নিয়ে ওই বিমান, ওই দুর্যোগপূর্ণ পথেই যেতে বাধ্য হয়।