আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানকে ভাতে মারতে পহেলগাঁও হামলার পরই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের ঘোষণা করেছিল ভারত। যা নিয়ে উত্তেজনা চরমে। এর মধ্যেই আরও এক মাস্টার স্ট্রোক দিল্লির। সিন্ধু প্রবাহের দিক বদলের আগেই ভারত চন্দ্রভাগা বা চেনাব নদীর জলপ্রবাহ বন্ধ করে দিল। চন্দ্রভাগার উপর দেওয়া হয়েছে বাগলিহার বাঁধ। এছাড়া, সিন্ধুর আরেক শাখা নদী ঝিলামের উপর কিষাণগঙ্গা বাঁধেও একই পরিকল্পনা করেছে মোদি সরকার।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে যে, জম্মুর রামবানের বাগলিহার এবং উত্তর কাশ্মীরের কিষাণগঙ্গা এই জলবিদ্যুৎ বাঁধগুলি জল নিষ্কাশনের সময় ভারতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। 

বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি ১৯৬০ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী এবং তার উপনদীগুলির ব্যবহার নিয়ন্ত্রিত। সিন্ধু চুক্তি অনুসারে ভারত সিন্ধপ নদীর ২০ শতাংশ জল পাবে, বাকিটা পাকিস্তানের জন্য বিনা হস্তক্ষেপে প্রবাহিত হয়। সিন্ধু নদীর জল দিয়েই পাকিস্তানের উর্বর অংশে মূলত কৃষিকাজ হয়ে থাকে। 

এদিকে, বাগলিহার বাঁধ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘ দিন ধনেই টানাপোড়েন রয়েছে। অতীতে পাক নেতৃত্ব বিশ্বব্য়াঙ্কের মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট ছিল। এছাড়াও সিন্ধুর উপনদী ঝিলামের উপর কিষাণগঙ্গা বাঁধ আইনি ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।