আজকাল ওয়েবডেস্ক: যথাযথ মর্যাদায় দেশে আজ সংবিধান দিবস পালিত হচ্ছে। ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয়। ১৯ নভেম্বর ২০১৫-এ সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক নাগরিকদের মধ্যে সংবিধানের মূল্যবোধের প্রচারের জন্য প্রতি বছর ২৬ নভেম্বর দিনটিকে "সংবিধান দিবস" হিসাবে পালন করার সিদ্ধান্ত ঘোষণা করে।
