আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। বড়দিনের ঠিক আগে, বুধবার সকালেই মহাকাশের উদ্দেশে রওনা দিল ইসরোর 'বাহুবলী' রকেট। বুধবার সকাল আটটা বেজে ৫৫ মিনিটে চেন্নাই থেকে ১৩৫ কিলোমিটার পূর্বে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই 'বাহুবলী' রকেট, লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (LVM3)-M6।
ইসরো সূত্রে জানা গেছে, বাহুবলী রকেটে থাকা স্যাটেলাইটটির নাম ব্লুবার্ড ৬। মার্কিন সংস্থা AST SpaceMobile-এর স্যাটেলাইট এটি। রকেটে থাকা এই স্যাটেলাইটের লক্ষ্য, মহাকাশ থেকে সাধারণ স্মার্টফোনে সরাসরি ব্রডব্যান্ড সম্প্রচার করা। বাহুবলী রকেটে চেপে মহাকাশে পাড়ি দেওয়া সবচেয়ে ভারী পেলোড এই ব্লুবার্ড-৬। এই উপগ্রহের ওজন ৬ হাজার ১০০ কেজি। এর উড়ানেই দু'টি এস২০০ সলিড বুস্টার ব্যবহার করা হয়েছে।
ইসরো জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০ কিলোমিটার উচ্চতায় থাকা কক্ষপথই হল ব্লুবার্ড ৬-এর গন্তব্য। মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণের ১৫ মিনিট পরেই ব্লুবার্ড ৬ কক্ষপথে পৌঁছে আলাদা হয়ে যায়। এদিন সকালে কয়েক সেকেন্ডের জন্য উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়েছিল। অন্য উপগ্রহের ধ্বংসাবশেষের সঙ্গে যাতে ধাক্কা না লাগে, সেই কারণেই ৯০ সেকেন্ডের জন্য উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী এই বাহুবলী রকেট মোট আটবার মহাকাশে পাড়ি দিল। প্রতিবার বাহুবলীর উৎক্ষেপণ সফল হয়েছে। এর আগে ২০২৩ সালে এলভিএম-৩ বা ‘বাহুবলী’ রকেটকে মহাশূন্যে পাঠিয়েছিল ইসরো। সেই বছর চন্দ্রযান ৩-কে সঙ্গে নিয়ে গিয়েছিল এটি। এবছর নভেম্বর সিএমএস-০৩ কৃত্রিম উপগ্রহকে নিয়েও মহাকাশে পাড়ি দিয়েছিল এই রকেটটি।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই পৃথিবীর সবচেয়ে বড় রাডার অ্যান্টেনা যৌথভাবে কক্ষপথে স্থাপন করেছে দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের
মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। হিমবাহ, জঙ্গল, ভূকম্পন জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের খবর দেবে এই রাডার অ্যান্টেনা।
ইসরো এবং নাসা যৌথ ভাবে সিন্থেটিক অ্যাপারচার মিশন (নিসার) শুরু করে। সেই অভিযানের অধীনে এই অ্যান্টেনা স্থাপন করা হয়। যেটি ৩৩ ফুট দীর্ঘ। পৃথিবী থেকে ৪৬০ মাইল দূরে মহাকাশে স্থাপন করা হয়েছে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন এই রাডার অ্যান্টেনা।
এর আগে সবচেয়ে ভারী উপগ্রহ ছিল জিস্যাট-১১। ২০১৮ সালের ৫ ডিসেম্বর জিস্যাট-১১ উৎক্ষেপণ করা হয়েছিল। ফ্রেঞ্চ গুয়ানার কুরো থেকে ওই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। যার ওজন ছিল পাঁচ হাজার ৮৫৪ কেজি। আরিয়ানে-৫ ভিএ-২৪৬ রকেটে চেপে জিস্যাট-১১ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছিল।
