আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম বছরেই দেশে ঘৃণার অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য উদ্বেগজনকভাবে বেড়েছে — এমনটাই দাবি করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (APCR)। ‘Hate Crime Report: Mapping First Year of Modi’s Third Government’ শীর্ষক রিপোর্টে ৭ জুন ২০২৪ থেকে ৭ জুন ২০২৫ পর্যন্ত ৯৪৭টি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে।
এর মধ্যে ৬০২টি ঘৃণাজনিত অপরাধ এবং ৩৪৫টি ঘৃণাভাষণের ঘটনা রয়েছে। ১৭৩টি ঘটনায় শারীরিক হামলা হয়েছে এবং ২৫ জন মুসলিম প্রাণ হারিয়েছেন। প্রধানত মুসলিম, কিন্তু দলিত, আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধেও হামলার ঘটনা ঘটেছে। বিজেপি শাসিত রাজ্যগুলো — বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র — এই অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, রাম নবমী, হোলি, নবরাত্রি ও গণেশ চতুর্থীর মতো ধর্মীয় উৎসবগুলো ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। অনেক ঘটনায় শাসক দলের নেতাদের জড়িত থাকার অভিযোগও রয়েছে — প্রধানমন্ত্রী মোদী নিজেও নাকি পাঁচটি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া, পুলিশের নিষ্ক্রিয়তা ও কিছু মিডিয়া চ্যানেলের উস্কানিমূলক ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেবল ১৩ শতাংশ ঘটনার ক্ষেত্রেই FIR নথিভুক্ত হয়েছে।
APCR অভিযোগ করেছে, হিন্দুত্ব এখন শুধু একটি মতাদর্শ নয় — তা শাসনব্যবস্থার অংশ হয়ে উঠেছে, যার ফলে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন আরও বেড়ে চলেছে।
