আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রা আর পুরী সমার্থক। রথযাত্রার সময়েই ৪ দিনের ওড়িশা সফরে দেশের প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে, অর্থাৎ রথের পরের দিন সমুদ্র সৈকতে মৃদু হাওয়া, ঢেউয়ের গর্জনের মাঝে তাঁকে হাঁটতে দেখা গিয়েছে। স্বাভাবিক ভাবেই রাষ্ট্রপতি যাওয়ার আগে সমুদ্র সৈকতের নিরাপত্তা বাড়ানো হয়েছিল কয়েকগুন। শুধু হাঁটাহাঁটি নয়, বেশ কিছুক্ষণ সৈকতে বসে তিনি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেন।

তাঁর অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। লিখেছনে, ‘এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের জীবনের সারাংশের কাছাকাছি নিয়ে আসে এবং আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা প্রকৃতির অংশ। পাহাড়-বন- নদী এবং সমুদ্রতীর আমাদের মধ্যে গভীর কিছু আকর্ষণ তৈরি করে।' সমুদ্রতীরে হাঁটার সময় পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একটি যোগাযোগ অনুভব করেছেন বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। রবিবার জগন্নাথ দর্শন করেন তিনি। উল্লেখ্য, পুরীতে রথযাত্রায় প্রবল ভিড়ের মাঝে রবিবার রাতে একজনের মৃত্যুর এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।