আজকাল ওয়েবডেস্ক: মে মাসে তাপপ্রবাহের জেরে একটানা ভোগান্তির সম্ভাবনা কম। তাপমাত্রার পারদ চড়লেও, ঝড়বৃষ্টির জেরে স্বস্তি মিলবে মাস জুড়ে। এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। চলতি বছরে মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকলেও, একটানা তাপপ্রবাহের স্পেল চলার সম্ভাবনা গত বছরের তুলনায় কম। 

 

মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, মে মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার জেরে টানা তাপপ্রবাহের স্পেল চলবে না। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বাড়লেও, কয়েকদিনের মধ্যেই তা নেমে যাবে ঝড়বৃষ্টির কারণে। গতবছরের তুলনায় এবার মে মাসে তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি পাওয়া যাবে। তবুও তাপপ্রবাহে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন তিনি। 

 

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকভাবে মে মাসে ১-৩ দিন তাপপ্রবাহের স্পেল থাকে দেশজুড়ে। এবছর কমপক্ষে ১-৪ দিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকতে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশিই থাকবে‌। 

 

চলতি বছরে মে মাস জুড়ে রাজ্য রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে তাপপ্রবাহের স্পেল টানা চলবে না। গতবছর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ টানা ১০ থেকে ২০ দিন স্থায়ী হয়েছিল। এবার সেই সম্ভাবনা তুলনামূলক কম।