আজকাল ওয়েবডেস্ক:‌ বিজয় হাজারে ট্রফিতে খেলবেন রোহিত শর্মা। অন্তত প্রথম দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা।


২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। মুম্বই ক্রিকেট সংস্থা সূত্রে খবর, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে ও শিবম দুবে প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। তবে  রোহিতকে প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে। মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাটিল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‌জয়সওয়াল, দুবে, রাহানেরা অন্তত প্রথম দুই ম্যাচে স্কোয়াডে থাকছেন না। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হবে।’‌


এদিকে, বিজয় হাজারে ট্রফিতে খেলবেন ঋষভ পন্থ। তিনিই দিল্লির অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কয়েকটি ম্যাচে খেলবেন বিরাট কোহলিও। বিরাট ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত জানানোর পরেই রোহিতের বিজয় হাজারেতে অংশগ্রহণের খবর প্রকাশ্যে এল।


বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপের খেলা হবে ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি অবধি। ম্যাচগুলি হল আমেদাবাদ, জয়পুর, রাজকোট ও বেঙ্গালুরুতে। আর নকআউট পর্ব চলবে ১২ থেকে ১৮ জানুয়ারি অবধি। খেলাগুলি হলে বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সেলেন্সে। 


সি গ্রুপে মুম্বইয়ের সঙ্গে রয়েছে পাঞ্জাব, উত্তরাখণ্ড, সিকিম, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গোয়া ও হিমাচলপ্রদেশ। ২৪ ডিসেম্বর মুম্বইয়ের প্রথম ম্যাচ দুর্বল সিকিমের বিরুদ্ধে। ওই ম্যাচ খেলার কথা রোহিত শর্মার। ‌


এদিকে, আসন্ন ২০২৫–২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল দিল্লি। দলের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। গ্রুপ ডি–তে থাকা দিল্লি তাদের সব গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। বিসিসিআইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে অন্তত দুটি লিস্ট ‘এ’ ম্যাচে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা (ডিডিসিএ)–কে নিজেদের খেলার বিষয়ে নিশ্চিত করেছেন পন্থ ও কোহলি। ডিডিসিএ সভাপতি রোহন জেটলি ২ ডিসেম্বর কোহলির দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। 


অন্ধ্র ও গুজরাটের বিরুদ্ধে ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। দলে আছেন ইশান্ত শর্মাও।


দিল্লি স্কোয়াড: ঋষভ পন্থ, বিরাট কোহলি, ইশান্ত শর্মা, নভদীপ সাইনি, আয়ুষ বাদোনি, অর্পিত রানা, যশ ধুল, সার্থক রঞ্জন, প্রিয়াংশ আর্য, তেজস্বী দাহিয়া, নীতীশ রানা, ঋত্বিক শখিন, হর্ষ ত্যাগী, সিমরজিৎ সিং, প্রিন্স যাদব, দিবিজ মেহরা, আয়ুষ দোসেজা, বৈভব কান্ডপাল, রোহন রানা।


স্ট্যান্ডবাই: অনুজ রাওয়াত