সদ্যই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন কমেডিয়ান, অভিনেত্রী ভারতী সিং। ১৯ ডিসেম্বর ভারতী এবং হর্ষ লিম্বাচিয়ার ছেলে ভূমিষ্ট হয়েছে। আর তারপরই বড় ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী। এই শিশুই নাকি বদলে দেবে তাঁর মা বাবার ভাগ্য!
১৯ ডিসেম্বর শুক্রবার ছিল, আর এই দিনটি পরিচালিত হয় শুক্র গ্রহের দ্বারা। শিশুটির জন্মছকে শুক্র বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান করছে। তার উপর এদিন পৌষ অমাবস্যা ছিল। ফলে মনে করা হচ্ছে এই সমস্ত কারণেই এই শিশুর জন্ম তার মা বাবার জীবনে ঈশ্বরের আশীর্বাদ এবং ইতিবাচকতা বয়ে আনবে। বিশেষ করে ভালর জন্য বদলাবে ভারতী সিংয়ের জীবন।
সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, সন্তানের জন্ম বাবা মায়ের জীবনের উপর দারুণ প্রভাব ফেলে। সেই অনুযায়ী আগামী ভারতী সিংয়ের জীবন তাঁর জন্য কী সাজিয়ে রেখেছেন জানুন।
ভারতীর হরস্কোপে ২টি বিরল যোগ তৈরি হচ্ছে, যা প্রভাব ফেলবে তাঁর আগামী এক দশকে। অভিনেত্রীর ধনু রাশিতে বৃহস্পতি এবং নেপচুন অবস্থান করছে। এই যোগ তখনই ম্যাচিওর করে যখন দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হয়। মানুষের সঙ্গে আরও বেশি করে জুড়তে সাহায্য করে।
ইউরেনাস এবং কেতু বৃশ্চিক রাশিতে জুটি বানিয়েছে। এটির কারণে তিনি সহজেই তাঁর চারপাশে বাউন্ডারি তৈরি করবেন, যে কোনও বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবেন।
উক্ত দুই যোগের কারণে ভারতী সিংয়ের নামডাক, খ্যাতি আগামীতে আরও বাড়বে। এক্সপোজার, কাজ দুই বৃদ্ধি পাবে। কেবল টিভি নয়, বড়পর্দা, ওটিটি মাধ্যমেও তাঁকে দেখা যাবে বেশি করে। কাজের জন্য সম্মান, পুরস্কার পাবেন। এমনকী তিনি যদি খাবার সংক্রান্ত কোনও ব্যবসা শুরু করে তাতেও ভাল ফল পাবেন। সবটা মিলিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম ভারতী সিংয়ের জন্য যে বেশ ভাল ফলদায়ক হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। ভারতী এবং হর্ষের বড় ছেলের নাম লক্ষ্য সিং লিম্বাচিয়া। দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার পরই তাঁরা যৌথভাবে একটি পোস্ট করে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দর্শকরা ভারতীকে কপিল শর্মা শো, কমেডি নাইটস, ইত্যাদি শোতে দেখেছেন।
