আজকাল ওয়েবডেস্ক: মে মাসের চতুর্থ সপ্তাহে দেশের একাধিক রাজ্যে প্রবল দুর্যোগের ঘনঘটা। একটানা ভারী বৃষ্টির দাপট থাকবে রাজ্যে রাজ্যে। তালিকায় রয়েছে বাংলাও। এই রাজ্যগুলিতে বড় অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। 

 

মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহে মহারাষ্ট্র, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৭ মে পর্যন্ত বেঙ্গালুরু সহ কর্ণাটকের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার কর্ণাটকে হলুদ সর্তকতা রয়েছে। 

 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

হাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে ২৪ মে পর্যন্ত মুম্বই সহ মহারাষ্ট্রের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি চলবে‌। জারি রয়েছে কমলা সতর্কতা। সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারের ঝড় ও তুমুল বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন মুম্বইয়ের রাস্তাঘাট। একাধিক রাস্তায় ব্যাহত যান চলাচল। এর মধ্যেই আগামী দু'দিন আরও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে। তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।