আজকাল ওয়েবডেস্ক:  এ বার জমিয়ে পড়বে শীত। থাকবে হাড়কাঁপানো ঠান্ডা। সেপ্টেম্বর থেকেই লা নিনা তার ক্ষমতা দেখাতে শুরু করবে। রেকর্ড নামবে তাপমাত্রা। আগামী দু’মাস লাগাতার চলবে বৃষ্টি। আমূল বদলে যাবে আবহাওয়া। লা নিনা সাধারণত, অক্টোবর আর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শক্তিশালী হয়। এ বার হবে আগেই। এর প্রভাবে তাপমাত্রা কমতে থাকবে, বাড়বে বৃষ্টি। এ বার সে দেখাবে ভয়ঙ্কর খেলা। তার জেরে দ্রুত নামবে তাপমাত্রা। 

 


আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্যবারের তুলনায় ঠান্ডা আরও বাড়বে। তার কারণ লা নিনা। এর প্রভাবে উত্তর ভারতে ব্যাপক বৃষ্টি হবে। হিমাচল প্রদেশ,  উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের মতো উত্তরের রাজ্যগুলিতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই এতটা ঠান্ডা না হলেও সারা দেশেই ভারী বৃষ্টির সঙ্গে ভালই শৈত্যপ্রবাহ চলবে।

 


এ বার ঠান্ডা থাকবেও বেশিদিন। এই আবহাওয়া আংশিক প্রভাব ফেলবে ভারতের কৃষি-ব্যবস্থায়। এই অতিরিক্ত বৃষ্টির ফলে শীতের ফলনে এর প্রভাব পড়বে। সারা দেশের চাষবাসের ক্ষেত্রে যা যথেষ্ট আশঙ্কাজনক। ভারতে বর্ষা অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত থাকে। কিন্তু এবার লা নিনার প্রভাবে তা থাকতে পারে আরও বেশ কিছুদিন। এই বৃষ্টিতেই বাড়ছে জমিয়ে শীত পড়ার সম্ভাবনা।

 


 ২০২৪ -এ সেই অর্থে শীত পড়েনি। ২০২৫-এ দেখা যাবে পুরো তার উল্টো। আগেই সাবধানবাণী শোনাচ্ছে আইএমডি। এই ভয়ানক ঠান্ডার ফলে ভারতের প্রত্যন্ত অঞ্চলে সমস্যায় পড়বে মানুষ। গত কয়েক বছরে এত ঠান্ডা দেখেনি ভারতবাসী। প্রতিবারই অভিযোগ থাকে,  দেশে ঠান্ডা পড়ছে না। এ বার তার উল্টোচিত্র দেখা যাবে। ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তীব্র ঠান্ডায় কাঁপতে চলেছে।