আজকাল ওয়েবডেস্ক:‌ পাহাড়ি উপত্যকায় ভারতীয় সেনাদের শারীরিক অবস্থার অবনতি প্রায়শই ঘটে থাকে। আপৎকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাদের স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় না নিয়ে গবেষণা করবে আইআইটি কানপুর এবং সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেস। এই বিষয়ে মৌ স্বাক্ষর হয় সশস্ত্র বাহিনীর (মেডিকেল সার্ভিসেস) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট দিলজিত সিং এবং আইআইটি কানপুরের প্রফেসর এস গণেশের মধ্যে। আইআইটি কানপুর ভারতীয় সেনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চিকিৎসা করার প্রযুক্তিগত দক্ষতা প্রদান করবে। সেনাবাহিনীর প্রত্যেককে সর্বোচ্চ স্তরের চিকিৎসা পরিষেবা প্রদান করবে আইআইটি কানপুর।