আজকাল ওয়েবডেস্ক :  রামায়ণকে ‘বিকৃত’ করে নাটক মঞ্চস্থ করেছিল পড়ুয়ারা। এর জেরেই প্রত্যেক পড়ুয়াকে ১.২ লক্ষ টাকা জরিমানা করল বম্বে আইআইটি কর্তৃপক্ষ। অভিযোগ, পড়ুয়াদের অভিনীত ‘রাহোবান’ নাটকে ভগবান রামের অবমাননা করা হয়েছে। সেই সঙ্গে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছে এই নাটকটি।
৩১ মার্চ আইআইটি বম্বেতেই এই নাটকটি মঞ্চস্থ হয়। প্রতি বছরই আইআইটি বম্বেতে পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল হয়। চলতি বছরের সেই অনুষ্ঠানেই ‘রাহোবান’ নামে নাটকে অভিনয় করেন পড়ুয়ারা। নাটকের বেশ কিছু অংশের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
তবে অভিযোগ ওঠার পরেই ডিসিপ্লিনারি কমিটি গঠন করে বম্বে আইআইটি কর্তৃপক্ষ। সেখানে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় নাটকে অংশগ্রহণকারী পড়ুয়াদের। তার পরেই পড়ুয়াদের বড়সড় জরিমানা করার সিদ্ধান্ত নেয় কমিটি। যেসমস্ত পড়ুয়ারা স্নাতক হবেন চলতি বছরে, তাঁদের গুণতে হবে ১.২ লক্ষ টাকার জরিমানা। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে একটি সেমেস্টারে পড়ার খরচের সমান জরিমানার অঙ্ক। তাছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে কোনও স্বীকৃতি পাবেন না। বাকি পড়ুয়াদের ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে। হস্টেলের সুযোগসুবিধা পাবেন না তাঁরা। নাটক মঞ্চস্থ করতে গিয়ে এমন শাস্তি কেন, প্রশ্ন উঠছে নানা মহলে।