আজকাল ওয়েবডেস্ক: গোয়ার সৈকতে ক্রমশ বিক্রি বাড়ছে ইডলি, সাম্বার এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় খাবারের। যে কারণে ক্ষতির মুখ দেখছে গোয়া। দক্ষিণ ভারতীয় খাবারের বিক্রি আন্তর্জাতিক পর্যটকদের আগমনে প্রভাব ফেলছে। এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো। বৃহস্পতিবার উত্তর গোয়ার কালাঙ্গুটে এক সাংবাদিক সম্মেলনে লোবো বলেন, ‘শুধুমাত্র সরকারকে দায়ী করলে চলবে না, কারণ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলেই এর জন্য সমানভাবে দায়ী’। 

 

বিজেপি বিধায়কের অভিযোগ, গোয়ার স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাইরের ব্যবসায়ীদের শ্যাক ভাড়া দিয়েছেন। সেখানে অনেকে বড়াপাও বিক্রি করছেন, কেউ বা ইডলি-সাম্বার বিক্রি করছেন। বিগত দু’বছরে এই কারণেই গোয়ায় আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে’। কিন্তু দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার বিক্রি করে গোয়ায় কীভাবে পর্যটকের সংখ্যা কমল তার কোনও উত্তর দিতে পারেননি লোবো। তিনি জানিয়েছেন, ‘পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় সবাই উদ্বিগ্ন। উত্তর বা দক্ষিণ গোয়া— সমস্ত উপকূলীয় এলাকায় বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 

এর পেছনে একাধিক কারণ রয়েছে। কিছু বিদেশি পর্যটক প্রতি বছর গোয়া ভ্রমণে এলেও তরুণ বিদেশি পর্যটকদের আগ্রহ কমে গেছে অনেকটাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ও ইউক্রেনীয় পর্যটকেরা গোয়ায় আসা বন্ধ করে দিয়েছেন। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশগুলি থেকেও পর্যটকদের আসার প্রবণতা কমেছে’ গোয়ার পর্যটন সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। কিন্তু বারবার একটাই কথা তিনি জানিয়েছেন, সমুদ্রের শ্যাকে ইডলি-সাম্বার বিক্রি করা ভুল এবং এটি বন্ধ করা উচিত।