আজকাল ওয়েবডেস্ক : দেশের অন্যতম সেরা একটি ব্যাঙ্ক হল আইসিআইসিআই। তারা এবার ফিক্সড ডিপোজিট নিয়ে তাদের সুদের হার পরিবর্তন করল। নতুন রেট অনুসারে এবার বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ করা গিয়েছে। 

 

১৫ মাস থেকে ২ বছরের মধ্যে যারা ফিক্সড ডিপোজিট করবেন তারা ৭ % হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিক পাবেন ৭. ৮০%। 

 

৭ দিন থেকে ৩৯ দিনের মধ্যে সুদ পাবেন ৩%। ৩০ থেকে ৩৫ দিনে পাবেন ৩. ৫%। ৪৬ দিন থেকে ৬০ দিনের মধ্যে পাবেন ৪. ২৫%।

 

৬১ থেকে ৯০ দিনের মধ্যে সুদ পাবেন ৪. ৫০ %। ৯১ দিন থেকে ১৮৪ দিনে পাবেন ৪. ৭৫%। ১৮৫ দিন থেকে ২৭০ দিনে পাবেন ৫. ৭৫%। 

 

২৭১ দিন থেকে ১ বছরের জন্য সুদ পাবেন ৬%। ২ বছর থেকে ৫ বছর ৭%। ৫ থেকে ১০ বছরের জন্য থাকছে ৯%।