আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: হায়দ্রাবাদের এক মহিলা গুরমেট ক্যাফে-তে এশিয়ান খাবারের অর্ডার দিয়েছিলেন। সেই মতো হাতে পেয়েছিলেন অ্যাভোকাডো কুইনোয়া সালাড। মহা আনন্দে খেতেও শুরু করেছিলেন মহিলা। কিন্তু, কয়েকবার মুখে দিয়েই হতবাক তিনি! দেখলেন জীবন্ত শামুক কিলবিল করছে ওই স্যালাডে। ওই ঘটনা ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিও-টির ক্যাপশন অনুসারে, কুইনোয়া অ্যাভোকাডো সালাড-সহ অর্ডারটি সুইগি মহিলার বাড়িতে পৌঁছে দিয়েছিল।
অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত মহিলার ভিডিওতে দেখা যাচ্ছে যে, সালাড থেকে বার করে শামুক-টিকে খাবারের বাক্সের বাইরে শোয়ুর নাম লেখা একটি টিসু পেপারে রাখা হয়েছে। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঝড় তুলেছে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Let’s Food Up (@theironyou)
অনেকেই মতামত প্রকাশ করেছেন। একজন ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, "তাজা পদ, বন্ধু আপনাকে আপনার প্রত্যাশার চেয়েও তাজা খাবার সরবরাহ করা হয়েছে।" আরেকজন গুরুতর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, "আপনি কার কাছে আবেদন করছেন ভাই? প্রশাসনের কাছে বিষয়টি উত্থাপন করা উচিত ছিল।"
গত বছরের নভেম্বরে একই রকম একটি ঘটনায়, তিরুনেলভেলি থেকে চেন্নাইগামী বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণকারী এক যাত্রী এক মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ব্যক্তি ট্রেনে ভ্রমণকালে পরিবেশিত খাবারে পোকামাকড় হামাগুড়ি দিতে দেখেন। যাত্রী তরকারিতে ভাসমান পোকামাকড়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা ভারতের প্রিমিয়ার এক্সপ্রেস ট্রেনের খাবারের মান নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর ভিডিওটি শেয়ার করার পর এবং স্বাস্থ্যবিধি মান নিয়ে প্রশ্ন তোলার পর ঘটনাটি আরও ছড়ায়।