আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন স্বামী। কথা ছিল, সময় মতো তাঁকে বাবার বাড়িতে পৌঁছেও দেবেন। এদিকে মাঝপথেই স্বামী যা করলেন, স্ত্রীর অভিযোগ শুনে পুলিশের চোখ ছানাবড়া হয়ে গেছে। ঘটনা ঘিরে তদন্ত চলছে এখনও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলায়। পুলিশ জানিয়েছে, ৩০ এপ্রিল শ্যামার সঙ্গে কিতাবের বিয়ে হয়েছে। বিয়ের দু'মাসের মধ্যে গার্হস্থ্য হিংসার শিকার তরুণী। আরও পণের দাবিতে স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। 

 

শ্যামা জানিয়েছেন, গত সপ্তাহে তাঁকে নিয়ে ঘুরতে বের হন কিতাব। মাঝপথেই ঠান্ডা পানীয় খেতে দেন তাঁকে। সেই পানীয়তে নেশাদ্রব্য মেশানো ছিল। সেটি খাওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তাঁকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেন খালের ধারে। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যান। জ্ঞান ফিরতেই থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান শ্যামা। 

 

তরুণী আরও জানিয়েছেন, পণের দাবিতে বিয়ের পর শারীরিক ও মানসিক নির্যাতন করেন কিতাব। ঘরবন্দি করেও রাখতেন। মুখে কাপড় গুঁজে, বেধড়ক মারধর করতেন কিতাব। এবার রীতিমতো নির্জন এলাকায় ফেলে রেখে পালিয়ে গেলেন। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। কিতাবের খোঁজে চলছে তল্লাশি।