আজকাল ওয়েবডেস্ক: স্বামী কর্মসূত্রে বাইরে। মাঝরাতে অদ্ভুতুড়ে শব্দ শুনতে পান শ্বশুরবাড়ির লোকেরা। তড়িঘড়ি সকলেই পৌঁছন বধূর ঘরের সামনে। দরজা খুলতেই সকলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে ট্রাঙ্ক খুলতেই সকলের চক্ষু চড়কগাছ। সেই ট্রাঙ্ক থেকে উদ্ধার এক অর্ধনগ্ন যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। পরিবার সূত্রে খবর, বধূর স্বামী পেশায় লরি চালক। কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকেন। সেদিন রাতে কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন স্বামী। ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর, মাঝরাতে বধূর ঘরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পান দেওর। সেই শব্দেই তাঁর ঘুম ভেঙে যায়। বাড়ির সকলকে জাগিয়ে বধূর ঘোরে ঢোকেন তাঁরা। 

ঘরে ঢুকেই খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে কারও কিছুই চোখে পড়েনি। হঠাৎ দেওর দেখতে পান, ট্রাঙ্ক নড়াচড়া করছে‌। সেটি খুলতেই এক অর্ধনগ্ন যুবককে উদ্ধার করেন তাঁরা। এরপরই তাঁকে বেধড়ক মারধর করেন বধূর শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকী গ্রামবাসীরাও মারধর করেন তাঁকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

থানায় ওই যুবক জানিয়েছেন, তিনি ওই বধূর প্রেমিক। তিনিই বাড়িতে ডেকেছিলেন। ঘরে পৌঁছনোর কয়েক মিনিট পরেই সকলে ছুটে আসেন। ভয়ে ট্রাঙ্কে লুকিয়ে ছিলেন। এরপরই তাঁরা ধরে মারধর করেন।