আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে কেউ ছিলেন না। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরেন যুবক। ইচ্ছে ছিল, নির্জন বাড়িতে স্ত্রীর সঙ্গে যৌনতায় লিপ্ত হবেন। বাড়ি পৌঁছে স্ত্রীর ঘরের দরজা খুলতেই, তাঁর চক্ষু চড়কগাছ। প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখেই রীতিমতো পায়ের তলা থেকে মাটি সরে যায় তাঁর। এরপরই যুবকের চরম পরিণতি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে। পুলিশ জানিয়েছে, নীতেশ কুমার নামের যুবককে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করার অভিযোগ রয়েছে তাঁর স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। খুনের পর নীতেশের দেহ বাড়ির অদূরে এক কুয়োয় ফেলে দেয় তারা। তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। খুনের ঘটনাটি তারা স্বীকার করেছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে দুই অভিযুক্ত। 

 

পুলিশ সূত্রে খবর, নীতেশের মা মহাকুম্ভে পূণ্যস্নান সারতে গিয়েছিলেন। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে নীতেশ দেখেন, তাঁর ঘরেই যৌনতায় মত্ত স্ত্রী ও তার প্রেমিক। এরপরই স্ত্রীর প্রেমিকের সঙ্গে ঝামেলা শুরু হয় তাঁর। রাগের মাথায় নীতেশের উপর হামলা চামাল দু'জনে। ঘরের মধ্যে নীতেশের শ্বাসরোধ করে খুন করে তারা। 

 

খুনের পর নীতেশের দেহটি বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একটি কুয়োয় ফেলে দেয়। এদিকে ঘটনার পরেই নীতেশের খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। তাঁর স্ত্রী জানিয়েছিলেন, কাজে বেরিয়ে আর ফেরেননি নীতেশ। স্ত্রীর ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে তার প্রেমিকের সন্ধান পায় পুলিশ। দু'জনকে জেরার পর জানা যায়, নীতেশকে তারাই খুন করেছে। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ।