আজকাল ওয়েবডেস্কঃ অনলাইনে ইন্টারভিউ দিতে বসেছিলেন এক ব্যক্তি।  সেই সময় আচমকাই মহিলা এইচআর ম্যানেজার ওই ব্যক্তির সঙ্গে প্রেমালাপ করতে শুরু করেন। গোটা ঘটনা আড়াল থেকেই দেখে ফেলেন ওই ব্যক্তির স্ত্রী। তারপর তিনি যা করলেন…

স্বামী ধরতেই পারেননি তাঁর স্ত্রী সব দেখছেন। আড়াল থেকেই স্বামী এবং এইচআরের কীর্তি দেখছিলেন ওই মহিলা। এরপর তিনি গোটা ঘটনাটি সমাজমাধ্যমে জানিয়েছেন।  ওই মহিলা তাঁর পোস্টে লিখেছেন, ঘটনার দিন তাঁর স্বামীর অনলাইনে চাকরির সাক্ষাৎকার বসেছিলেন। স্বাভাবিকভাবেই কৌতূহলের জেরে স্ত্রী সবটা শুনছিলেন। এরপর তিনি সেদিনের ঘটনার সম্পর্কে আরও লেখেন, সবকিছু ঠিকঠাক ছিল যতক্ষণ না এইচআর মহিলা হাসতে শুরু করলেন। ওই মহিলা তাঁর স্বামীকে বলেন, 'মনে হয় আমরা আগেও দেখা করেছি! আমার তোমাকে খুবই ভাল লেগেছে। তারপর তাঁর স্বামীও ওই এইচআরের সঙ্গে কথা বাড়াতে শুরু করেন। পোস্টদাতা জানিয়েছেন, এইচআরের মরিয়া মনভাব  দেখে তিনি মুগ্ধ। মহিলার এই পোস্ট দেখে নেটিজেনরা তাঁর স্বামী এবং ওই এইচআরকে কটাক্ষ করতে শুরু করেছেন।