আজকাল ওয়েবডেস্ক: কম বেশি সকলের থাকে ক্রেডিট কার্ড। আরবিআই জানিয়েছে, ক্রেডিট কার্ড কয়েক বছরের মধ্যেই সংখ্যায় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৯-এর হিসেব অনুযায়ী ৫.৫৩ কোটি কার্ড রয়েছে বাজারে। ডিসেম্বর ২৪-এ সেই সংখ্যা বেড়ে হয়েছে ১০.৮০ কোটি। মাত্র পাঁচ বছরে বিপুলভাবে বাড়ল ক্রেডিট কার্ডের সংখ্যা।
ক্রেডিট কার্ড ব্যবহার করার নিয়ম জানেন?
প্রথমত, এই কার্ড ব্যবহার করে অনলাইন এবং অফলাইনে পণ্য ও পরিষেবা কেনা যায়। দ্বিতীয়ত, এই কার্ড ব্যবহার করে ঋণের ক্ষেত্রে ইএমআই পরিশোধ করা যায়। চতুর্থত, এর মাধ্যমে এটিএম থেকে নগদ উত্তোলন করা যায়। পঞ্চমত, এর মাধ্যমে বাজারে সম্পর্কিত বিনিয়োগ করা যায়। ক্রেডিট কার্ডে ঋণ কত পরিমাণ নেওয়া যায় জানেন! আয়ের চাইতে ৩৬ শতাংশ কম কিংবা সমান পর্যন্ত ঋণ নেওয়া যায়।
জানেন কি! ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কী কী বিষয় মাথায় রাখতে হয়?
প্রথমত, ক্রেডিট কার্ডের পিন, কার্ডের নম্বর, সিভিভি কারও সঙ্গে শেয়ার করবেন না। দ্বিতীয়ত, ব্যাঙ্কের নাম করে কেউ ফোন করে কার্ড সম্পর্কে তথ্য চাইলে ভুলেও দেবেন না। তৃতীয়ত, ক্রেডিট কার্ডে বাকি থাকা বিল সময় মতো মেটান, নইলে হতে পারে জরিমানা। চতুর্থত, সাইবার ক্যাফেতে কখনও ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। পঞ্চমত, শুধুমাত্র নিজের ব্যক্তিগত ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাব থেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করুন।
