আজকাল ওয়েবডেস্ক: একটি বছরে আপনি কত টাকা নিজের সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন সেটা কিন্তু অনেকেই জানেন না। কত টাকা করে রাখলে আপনার কর আসবে না। যদি এই তথ্যটি জানা থাকে তাহলে অতি সহজেই নিজের অ্যাকাউন্টকে সেইমতো কাজে লাগাতে পারবেন।


১ এপ্রিল থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত একটি সেভিংস অ্যাকাউন্টে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। যদি এর থেকে বেশি টাকা আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে সেখানে আপনাকে সেটি আয়কর বিভাগে জানাতেই হবে। যদি আপনি সেটি নিজে না জানিয়ে থাকেন তাহলে আপনার হয়ে আপনার ব্যাঙ্ক সেটি নিজে থেকেই জানিয়ে দেবে। 


যদি ১০ লক্ষ টাকার বেশি এক বছরে নিজের অ্যাকাউন্টে রাখেন তাহলে সেই সম্পর্কে আয়কর বিভাগকে জানাতেই হবে। এটি ঠিক তেমন যেমন একদিকে ৫০ হাজার টাকা রাখতে হলে আপনাকে নিজের প্যান কার্ডটি দেখাতে হবে। নাহলে আপনারে ফর্ম ৬০-৬১ দিতে হবে।


আয়কর বিভাগের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। সেখান থেকে যদি হিসাব করে টাকা রাখতে পারেন তাহলে দেখা যাবে আপনাকে আর কর দিতে হবে না। যদি এর থেকে বেশি টাকা রাখতে যান তাহলে সেখানে আপনাকে বেশি টাকা কর হিসাবে দিতে হবে। 

 


যদি হঠাৎ করে আয়কর বিভাগের নোটিস পান তাহলে একেবারে ঘাবড়ে যাবেন না। নিজের সমস্ত তথ্য নিয়ে আপনাকে আয়কর বিভাগে চলে যেতে হবে। যদি সঠিকভাবে আপনি নিজের টাকা লেনদেন করে থাকেন তাহলে সেটি বুঝতে পারবেন তারা। ফলে সেইমতো তারা আপনার জন্য কর ঠিক করে দেবেন।