আজকাল ওয়েবডেস্ক: বাজেট ভাষণে নয়া কর কাঠামোর ঘোষমা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কাটামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের কোনও কর দিতে হবে না। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলবে ৭৫ হাজার পর্যন্ত। অর্থাৎ, মোট ১২ লক্ষ ৭৫ হাজার পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছে।
নয়া কর কাঠামো-
০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নেই। ৪-৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ %, ৮-১২ লক্ষ পর্যন্ত টাকা - ১০%, ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫% , ১৬-২০ লক্ষ টাকা পর্যন্ত ২০%, ২০-২৫ লক্ষ টাকা পর্যন্ত ২৫% এবং ২৫ লক্ষ টাকার উপরে ৩০% কর দিতে হবে।
নতুন কর কাঠামোয় কত লাভ হল?
বিভিন্ন আয় স্তরে স্ল্যাব রেট পরিবর্তন এবং ছাড়ের মোট কর সুবিধা এই উদাহরণগুলির সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে-
নতুন ব্যবস্থায় ৮ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৩০,০০০ টাকা করের সুবিধা পাবেন।
৯ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৪০,০০০ টাকা করের সুবিধা পাবেন।
১০ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৫০,০০০ টাকা করের সুবিধা পাবেন।
১১ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৬৫,০০০ টাকা করের সুবিধা পাবেন।
১২ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৮০,০০০ টাকা করের সুবিধা পাবেন (যা বিদ্যমান হার অনুসারে প্রদেয় করের ১০০ শতাংশ)।
১৬ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৫০,০০০ টাকা করের সুবিধা পাবেন।
১৮ লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি ৭০,০০০ টাকা করের সুবিধা পাবেন (বিদ্যমান হার অনুসারে প্রদেয় করের ৩০ শতাংশ)।
২০ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ৯০,০০০ টাকা করের সুবিধা পাবেন।
২৪ লক্ষ টাকা আয়ের একজন করদাতা ১,১০, ০০০ টাকা করের সুবিধা পাবেন।
২৫ থেকে ৫০ লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি ১,১০,০০০ টাকা (বিদ্যমান হার অনুসারে প্রদেয় করের ২৫ শতাংশ) সুবিধা পাবেন।
বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে, "বিকশিত ভারতের লক্ষ্যে আমাদের সফরে গণতন্ত্র, জনসংখ্যা এবং চাহিদা হল মূল সহায়ক স্তম্ভ। মধ্যবিত্ত শ্রেণী ভারতের দ্ধির জন্য শক্তি জোগায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সরকার সর্বদা জাতি গঠনে, মধ্যবিত্ত শ্রেণীর প্রশংসনীয় শক্তি এবং ক্ষমতায় বিশ্বাস করে। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ, আমরা পর্যায়ক্রমে তাদের করের বোঝা হ্রাস করেছি।"
