আজকাল ওয়েবডেস্ক: যাচ্ছিলেন বাসে করে। হঠাৎই এক পকেটমার সেটা চুরি করেন। তারপর সেটাকে কীভাবে করা হল উদ্ধার? সেই গল্পই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। বাস কন্ডাক্টরের দ্রুত হস্তক্ষেপের ফলে উদ্ধার হল ফোন।
ঠিক কী ঘটেছিল? প্রতিদিনের মতো তিনিও উঠেছিলেন বাসে। হঠাৎই তিনি একটু ধাক্কা অনুভব করেন। সময় বাঁচাতে, অফিস যাওয়ার ক্ষেত্রে তিনি সবসময় বাসে চেপেই যাতায়াত করেন। জানা গিয়েছে, ওই কর্মচারীর অফিস লালবাগে। তিনি জানান, বাসে উঠে পিছনের দরজা থেকে কেউ তাঁকে ঠেলা দেন। প্রথমে তিনি সেই অর্থে বুঝতে পারেননি।
কনডাক্টর বিষয়টি টের পেয়ে তাঁকে জানান। হাতেনাতে চোরকে ধরেন। তিনি চিৎকার করতে শুরু করেন। ওই যাত্রী ভেবেছিলেন তাঁকে হয়তো কিছু বলছেন কেউ। কিন্তু চমকে তাকিয়ে পেছন ঘুরে দেখেন তাঁর মোবাইল ফোনটি পকেট থেকে বের করে সিঁড়িতে ফেলে দিয়েছেন একজন। অন্য আরেকজন সেই ফোনটি তুলছেন। নইলে হয়তো সেই ফোন আর পাওয়া যেত না।
তিনি লোকটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে, তাঁর ফোনে অনেক তথ্য ছিল। তাই ফোন উদ্ধার হওয়ায় তিনি সেই থেকে নিস্তার পেলেন। এর পাশাপাশি তিনি এও বলেন, এই প্রথম নয়, ১০ বছর আগেও তাঁর ফোন চুরি হয়ে গিয়েছিল। সেই একই জায়গায় ঘটে ঘটনা।
তবে কন্ডাক্টরের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কন্ডাক্টর তাঁকে শুধু ফোন সংগ্রহ করে দিয়েই সাহায্য করেছেন এমন নয়, কীভাবে পিকপকেট থেকে বাঁচা যায় তা নিয়েও কথা বলেছেন। তাঁকে সাবধান করেছেন দরজার দাঁড়িয়ে থাকা লোকেরাই সাধারণত পিক পকেট করে থাকেন। তাঁদেরকে ধরা সবচেয়ে শক্ত। একইসঙ্গে তিনি বলেন, ব্যাগে যদি ফোন থাকে তাহলে সর্বদা তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করুন। দরজার সামনে না দাঁড়িয়ে ভেতরে রাখুন। ম্যানিব্যাগটি সবসময় নিজের কাছে রাখুন। তাহলেই বাঁচবেন পিকপকেট থেকে।
