আজকাল ওয়েবডেস্ক:  ভারতীয় হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বেঙ্গালুরুতে ২২ বছরের এক দলিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিগত ৫ বছর ধরে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে বরুণের বিরুদ্ধে। মহিলার অভিযোগ, তাঁর বয়র যখন ১৭ ছিল তখন স্যোশাল মিডিয়ার মাধ্যমে বরুণের সঙ্গে তাঁর আলাপ ঘটে। মহিলার অভিযোগ, বেঙ্গালুরুর সাঁই কোচিং ক্যাম্পে যাওয়ার সময় বরুণ তাঁর সঙ্গে বহুবার যৌন সম্পর্ক স্থান করেছেন। প্রতিবারই তাঁকে বিয়ের প্রতিশ্রুত দেওয়া হয়েছে বলেই অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ বরুণ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বরুণের বাড়ি হিমাচল প্রদেশে। তবে পাঞ্জাবের জলন্ধরে সে বাস করত। প্রশাসন সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বরুণের খোঁজ চালানো হচ্ছে। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ মেডেল জেতার পর প্রতি খেলোয়াড়কে ১ লক্ষ টাকা করে পুরষ্কার ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। তারপর এই ঘটনার জেরে হকি মহলে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।