আজকাল ওয়েবডেস্ক : বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের ক্ষয় হয়ে চলেছে। বিষয়টি নিয়ে চিন্তাপ্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, সেন্টাল ব্যাঙ্ক বিষয়টি নিয়ে গভীরভারে খতিয়ে দেখছে। প্রতিটি ব্যাঙ্কের কাজের ওপরই আরবিআইয়ের নজরদারি থাকে। সেদিক থেকে দেখতে হলে সরকারি ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু বেসরকারি ব্যাঙ্কগুলিকে দেখতে হলে তারা বেশকিছু সিদ্ধান্ত নিজেদের মত করে নিয়েছে। এরফলেই এই ক্ষয় কিনা তা খতিয়ে দেখতে হবে। বেশকিছু ব্যাঙ্কের ক্ষেত্রে এই ক্ষয়ের পরিমান ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে বলেও চিন্তাপ্রকাশ করেন শক্তিকান্ত দাস। প্রতিটি ব্যাঙ্কেরই একটি করে কোর টিম থাকে যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এক্ষেত্রে এই কোর টিম কিভাবে কাজ করেছে সেই দিকটিও দেখবে আরবিআই। দেশের বহু তরুণ ব্যাঙ্কিং ব্যবস্থার দিকে আগ্রহী। তাদের নিত্যনতুন চিন্তাধারা ব্যাঙ্কগুলিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। এটা একটি পজিটিভ দিক বলেও মনে করেন আরবিআই গভর্নর। তার মতে, দেশের অর্থনীতি যত শক্তিশালী হবে ততই দেশের উন্নতি ঘটবে। বিশ্বের অর্থনীতি বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই। কিন্তু সেই তুলনায় দেখতে হলে ভারতের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। তবে দেশের বেসরকারি ব্যাঙ্কগুলি দেশের অর্থনীতির অনেকটা ভারসাম্য বহন করে। সেদিক থেকে দেখতে হলে কেন তাদের এই ক্ষয়ের পরিমান বাড়ছে তা নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
