আজকাল ওয়েবডেস্ক: উত্তর চিনে শিশুদের মধ্যে দেখা দিয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ। H9N2 নামক এই ভাইরাস থেকে সংক্রমণের ক্ষেত্রে ভারতের ঝুঁকি কম বলেই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবুও আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে কেন্দ্রের তরফে। এক বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সব রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত। করোনা অতিমারির পর থেকে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি করে জোর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
চিনে এই নয়া ভাইরাসের সংক্রমণের পর কেন্দ্রের তরফে একটি বৈঠক করা হয়। এর রিপোর্ট পাঠানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। পরিসংখ্যান বলছে, এই H9N2 ভাইরাসের সংক্রমণে মৃত্যুর হার কম। তবে কোভিড-১৯ এর পরে আরও এক জরুরি অবস্থার মুখোমুখি হতে চলেছে চিন। রহস্যময় এই নিউমোনিয়া চিনের একটি স্কুল থেকে ছড়িয়ে পড়ে। বেজিং এবং লিয়াওনিং প্রদেশের বেশির ভাগ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগ ভরে গিয়েছে। বেশ কিছু বিদ্যালয়ে ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে ক্লাস।
চিনে এই নয়া ভাইরাসের সংক্রমণের পর কেন্দ্রের তরফে একটি বৈঠক করা হয়। এর রিপোর্ট পাঠানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। পরিসংখ্যান বলছে, এই H9N2 ভাইরাসের সংক্রমণে মৃত্যুর হার কম। তবে কোভিড-১৯ এর পরে আরও এক জরুরি অবস্থার মুখোমুখি হতে চলেছে চিন। রহস্যময় এই নিউমোনিয়া চিনের একটি স্কুল থেকে ছড়িয়ে পড়ে। বেজিং এবং লিয়াওনিং প্রদেশের বেশির ভাগ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগ ভরে গিয়েছে। বেশ কিছু বিদ্যালয়ে ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে ক্লাস।
