২০২৬ সাল দরজায় কড়া নাড়ছে। ক্যালেন্ডার বদলানোর পালা। কিন্তু অবস্থার বদল কি ঘটবে? জ্যোতিষশাস্ত্র তেমন আভাস দিলেও, বদল এলেও সেটা ক্ষতিকর হতে পারে। আগামী বছর মঙ্গল রাহু জুটি বাঁধতে চলেছে একই রাশিতে, আর তাতেই হাহাকার পড়বে বিশ্বজুড়ে। ছবি- সংগৃহীত
2
7
২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি শনির রাশিতে মঙ্গল গ্রহ গোচর করবে। ২ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবে এই গ্রহ। এতে তৈরি হবে অঙ্গারক যোগ তৈরি হবে। শুধু তাই নয়, রাহুও ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানে শক্তিশালী জুটি তৈরি করবে এই দুই ক্রুর রাশি। এর কুপ্রভাব পড়বে কিছু রাশির উপর তালিকায় আছে কারা? ছবি- সংগৃহীত
3
7
যেহেতু কুম্ভ রাশিতেই এই যোগ তৈরি হবে তাই বিশ্বজুড়ে বৈষয়িক জিনিস নিয়ে বিবাদ তুঙ্গে উঠবে। সম্পত্তি নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে। হতে পারে বিবাদ। হিংসা, যুদ্ধ বাড়বে। শেয়ার বাজার টালমাটাল হবে। স্বাভাবিকভাবেই এই জিনিসের প্রভাব সবার উপরে পড়বে। বাদ যাবে না সাইবার হামলা, সাইবার ক্রাইমের মতো ঘটনা। রাজনৈতিক ক্ষেত্রেও নানা সমস্যা মাথাচাড়া দেবে। ছবি- সংগৃহীত
4
7
ঝগড়া, বিবাদ বাড়বে। এর জেরে ক্ষতিগ্রস্ত হবে সম্পর্ক। বাড়বে দুর্ঘটনা। রাহুর কুপ্রভাবে মানুষ বারংবার ভুল সিদ্ধান্ত নেবে। মানুষের রাগ, আক্রমণ করার নেশা বৃদ্ধি পাবে। সবটা মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হবে। ছবি- সংগৃহীত
5
7
অঙ্গারক যোগের কুপ্রভাব ১২টি রাশির উপরেই পড়বে। কিন্তু সবথেকে খারাপ হাল হবে ৩ রাশির জাতকদের। কোন ৩ রাশি? কর্কট, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই ৩ মাসের সময়টা একেবারেই ভাল যাবে না। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন। ছবি- সংগৃহীত
6
7
এই তিন রাশির জাতকদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। দুর্ঘটনার কবলে পড়তে পারেন। বিশেষ করে, পথ দুর্ঘটনা। তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকা আবশ্যক। বিনিয়োগ করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি, নইলে লোকসান হবে। সম্পত্তি নিয়ে বিবাদ তুঙ্গে পৌঁছবে। ছবি- সংগৃহীত
7
7
কী করলে এই যোগের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে? হনুমানজির পুজো করতে হবে। নিয়মিত হনুমান চল্লিশা পড়তে হবে। ইতিবাচক ভাবনা রাখুন। ধৈর্য ধরুন। ছবি- সংগৃহীত